ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অটোরিক্সা ভাংচুর করায় চালকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

অটোরিক্সা ভাংচুর করায় চালকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ॥ আব্দুল্লাপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শতাধিক অটোরিক্সাচালক ও এলাকাবাসী। মহাসড়ক সংলগ্ন বাইপাস সড়কে মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশের অভিযানকালে অন্যায়ভাবে কয়েকটি অটোরিক্সা ভাংচুর করা হয়েছে এমন দাবি করে বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। অটোরিক্সাচালক মোস্তাফা জানান, মহাসড়কে অটোরিক্সা চলাচল নিষেধ থাকায় তারা মহাসড়কের আব্দুল্লাহপুর বাইপাস সড়কে চালান। কিন্তু মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশ অন্যায়ভাবে বাইপাস সড়কে এসে ২৫টির মতো অটোরিক্সা আটক করে ভাংচুর করে। প্রতিবাদ করায় চালকদের বিরুদ্ধে মামলার হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে চালক, মালিক ও এলাকাবাসী জমায়েত বিক্ষোভ করে।
×