ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হলো না শশিকলার

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হলো না শশিকলার

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া আর হলো না ভিকে শশিকলার, বদলে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যেতে হচ্ছে তাকে। দুর্নীতির মামলায় মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেছে ভারতীয় সুপ্রীমকোর্ট, চার বছরের কারাদণ্ড হয়েছে তার, খবর এনডিটিভির। চেন্নাইয়ের শহরতলির সমুদ্র তীরবর্তী একটি অবকাশ কেন্দ্রে অবস্থানরত এআইএডিএমকে নেত্রী শশিকলাকে চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে শশিকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেল, পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জমে ওঠা নাটকেরও অবসান ঘটল। আগামী ১০ বছর শশিকলা কোন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রীমকোর্টের দুই বিচারক পৃথকভাবে তাদের রায় দেন, কিন্তু অবৈধ সম্পদ অর্জনের দায়ে উভয়েই শশিকলাকে দোষী সাব্যস্ত করেছেন। এ মামলাটি মূলত তামিলনাড়ুর চার মেয়াদের মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার বিরুদ্ধে ছিল।
×