ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকশীগঞ্জে যাচাই-বাছাইয়ে ৭ মুক্তিযোদ্ধা শনাক্ত

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বকশীগঞ্জে যাচাই-বাছাইয়ে ৭ মুক্তিযোদ্ধা শনাক্ত

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটরিয়ামে সকল শ্রেণীর মুক্তিযোদ্ধা ও সর্বসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে সম্মুখ যুদ্ধে ৪ জন, সংগঠক ২ জন ও মুজিবনগর কর্মকর্তা/ কর্মচারী ১ জনসহ সাতজনকে প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়। জানা গেছে, মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তি হতে বকশীগঞ্জ উপজেলায় ৪৮ জন আবেদন করেন। সকল আবেদনকারীর প্রয়োজনীয় সনদ যাচাই-বাছাই ও সাক্ষ্য প্রমাণ শেষে ৭ জনকে প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে যাচাই-বাছাই কমিটি। যাচাই-বাছাইকালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহবুবুল হক বাবুল চিশতী, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, এসিল্যান্ড সিদ্দিক, এসিল্যান্ড সাদিকুর রহমান, ওসি আসলাম হোসেন, কমিটির সদস্য জেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক সেরিম রেজা, উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, বীরপ্রতীক বশির আহাম্মেদ, বীরপ্রতীক নূর ইসলাম, মুক্তিযোদ্ধা আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি।
×