ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবুল হাশেম ডিএসইর নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০২:০২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আবুল হাশেম ডিএসইর নতুন চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল হাশেম। মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ডিমিউচুয়ালাইজড স্টক একচেঞ্জের তিনি দ্বিতীয় চেয়ারম্যান। এর আগে প্রথম চেয়ারম্যান হিসেবে বিচারপতি সিদ্দ্কিুর রহমান মিঞা দায়িত্বপালন করেন। অধ্যাপক ড. আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বাংলাদেশ বিশবিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
×