ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নামের ছাড়পত্র পেল আমার এমপি

প্রকাশিত: ০১:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

নামের ছাড়পত্র পেল আমার এমপি

স্টাফ রিপোর্টার ॥ সরকারের সমাজসেবা অধিদফতর থেকে সেচ্ছাসেবী সামাজিক সংস্থা হিসেবে নামের বরাদ্দ ও ছাড়পত্র পেয়েছে আমার এমপি ডটকম। মঙ্গলবার হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় থেকে শর্তসাপেক্ষে ‘আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা’ হিসেবে নামের ছাড়পত্র দেওয়া হয়। এতে করে এখন থেকে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম সরকার অনুমোদিত ও বৈধ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হামদুল করিম সাক্ষরিত এ নামের ছাড়পত্রে আগামী ৪৫ দিনের মধ্যে বিধিমোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। ‘আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা’ জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম আমার এমপি ডটকমের মূল প্রতিষ্ঠান। নামের ছাড়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত। জনকন্ঠকে তিনি বলেন, আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডটকম নামের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ স্থাপনের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়েবসাইটে জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত ও আনুষঙ্গিক তথ্য রয়েছে, যা সাধারণ জনগণের কাজে লাগছে। এখন পর্যন্ত ৫০ এর অধিক সংসদ সদস্য আমার এমপি ডটকমে তাঁদের স্বেচ্ছাসেবক বা অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছেন, যার মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, মন্ত্রীসভার সদস্যরাও রয়েছেন। আমার এমপি ডটকম এখনও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নি। তবে শুরু আগেই তা সাড়া দেশে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন সুশান্ত। ওয়েবসাইটি ব্যবহার করে সাধারণ জনগণ তার এলাকার এমপিকে প্রশ্ন করছেন। আর এমপিরা সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। জনসধারণের করা ৩৫ টি প্রশ্নের মধ্যে ১২ টির উত্তর দিয়েছেন সংসদ সদস্যরা, এর দুটি ছিল ভিডিও বার্তায় জনগণের দেওয়া প্রশ্নের উত্তর।
×