ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে লিফটের ফাঁক দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে লিফটের ফাঁক দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে বহুতল ভবনের লিফটের ফাঁক গলিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুরান ঢাকার বংশালে সিঁড়ি থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে খিলগাঁওয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের আনসার ক্যাম্প থেকে এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, মিরপুরে বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আমিন হোসেন (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমিনের সহকর্মী পারভেজ জানান, তারা মিরপুর টোলারবাগ ২ নম্বর গেটের একটি আটতলা ভবনের তিনতলায় জানালার গ্রিল লাগানোর কাজ করছিলেন। সোমবার সকাল ১০টার দিকে গ্রিলের কাজের একপর্যায়ে আমিন হঠাৎ লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। সিঁড়ি থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ॥ পুরান ঢাকার বংশালে সিঁড়ি থেকে পড়ে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে রহিমা খাতুন বাথরুমে যাওয়ার জন্য তৃতীয় তলা থেকে নিচে নামায় এ সময় তিনি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরুণীর আত্মহত্যা ॥ রাজধানীর খিলগাঁওয়ে মারুফা আক্তার (১৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। রবিবার গভীর রাতে পুলিশ দক্ষিণ গোড়ানের ৩৩৪/৪ নম্বর খোকনের টিনশেড বাড়ির ভাড়াটিয়া কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সোমবার সকালে মারুফার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সদস্যের মৃত্যু ॥ রাজধানীর গুলিস্তানে আব্দুল আজিজ (৩০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। তিনি গুলিস্তান হানিফ ফ্লাইওভার ব্রিজের ওরিয়ন গ্রুপের আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির খাঁ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোকশেদ খাঁ।
×