ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রস্তাব দেবে বিএনপি

প্রকাশিত: ০৮:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রস্তাব দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারকে প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবনার এই বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপি প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি প্রস্তাব দেবে। বিএনপির প্রস্তাবে সাড়া দিয়ে সরকার যদি আলোচনার উদ্যোগ না নেয় তার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলেও উল্লেখ করেছেন। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই প্রস্তাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ খুব ভালভাবেই উপলব্ধী করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কারও পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকারের বিষয়ে প্রধানমন্ত্রীকে আলোচনার জন্য বলব। নয়ত সব দায়দায়িত্ব তাকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার দরকার। বিএনপি সহায়ক সরকারের প্রস্তাব দেবে এবং সরকারকে আলোচনার জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানাবে। তিনি বলেন, রাষ্ট্রপতি যা করার করেছেন। রাষ্ট্রপতিকে বলার কাজও শেষ হয়ে গেছে। তিনি অপকর্ম যেটা করার সেটা করে ফেলেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে নিয়োগ দিয়েছে তিনি ওই পদের যোগ্য নন। এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপি যাবে কি না সেটা অনেক পরের বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিয়ে আসছে, সামনেও নির্বাচনেও বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করেন। এক প্রশের জবাবে তিনি বলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা হলে বিএনপির হাল কে ধরবেন, এ ধরনের বিষয় নিয়ে বিএনপির নেতা-কর্মীরা কোন বৈঠক বা আলোচনা করেনি। এসব খবর কাল্পনিক। এদিকে অপর এক আলোচনা সভায় গয়েশ্বর রায় দাবি করেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে শেখ হাসিনাও নির্বাচন করতে পারবে না। শেখ হাসিনার পক্ষেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। দলীয় সরকারের অধীনে কখনও নির্বাচন নিরাপদ নয় উল্লেখ করে বলেন, এ কারণে শেখ হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি যাবে না। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী ॥ ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনের কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি। সোমবার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এই কর্মসূচী নেয়া হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সম্পাদকম-লী এবং অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
×