ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রদূত মিজারুল কায়েস গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৭:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

রাষ্ট্রদূত মিজারুল কায়েস গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত মিজারুল কায়েস গুরুতর অসুস্থ। তাকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছেন। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে ৪৮ ঘণ্টা ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা কিছুটা সঙ্কটজনক বলে জানা গেছে। অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হওয়ার রিপোর্ট সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তারা জানান, ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের উদ্দেশে রওনা দেন। সাও পাউলোতে পৌঁছানোর পর তার শ্বাসকষ্ট হচ্ছে বলে জানান তিনি। সাও পাউলোর হাসপাতালে চেকআপের জন্য গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে তিনি ভর্তি হননি। শ্বাসকষ্টের কারণে তিনি সাও পাউলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে আসেন এবং আরও অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
×