ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ দেশ জাতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ॥ আ’লীগ

প্রকাশিত: ০৭:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতু  প্রকল্পে দুর্নীতির অভিযোগ দেশ জাতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ॥ আ’লীগ

বিশেষ প্রতিনিধি ॥ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ দেশ, জাতি ও সরকারের বিরুদ্ধে একটি সমন্বিত ষড়যন্ত্র। এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ষড়যন্ত্র করেছিলেন। তাদের সবারই এখন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর যাদের জন্য দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণœ হয়েছে তাদের বিচারের আওতায় আনা উচিত। সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের নায়ক হিসেবে অভিহিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তিনি (ইউনূস) ই-মেইল চালাচালি করেছিলেন। আর এ ই-মেইলে এ বিষয়টি উল্লেখ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ যেভাবে এ বিষয়ে সোচ্চার ছিলেন, তাতে মনে হয় এ ষড়যন্ত্র ছিল সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, টিআইবিও দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করে। টিআইবিসহ কিছু বুদ্ধিজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব দুর্নীতি প্রমাণ হওয়ার আগেই দুর্নীতি হয়েছে তা প্রমাণে ব্যস্ত ছিল। তাদের এ তৎপরতার কারণে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, হারুন অর রশিদ, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আব্দুস সাত্তার এমপি, শামসুন নাহার চাঁপা, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ ॥ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গণভবনে বসবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন শূন্য হয়েছে। এ শূন্য আসনে উপ-নির্বাচন হবে ২২ মার্চ। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
×