ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ন প্রশ্নাবলী- বিষয়:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৬:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ন প্রশ্নাবলী- বিষয়:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি মডেল টেস্ট অধ্যায়:- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। সময়- ২৫ মিনিট, পূর্ণমান-২৫ [ বিশেষ দ্রষ্টব্য ঃ বহুনির্বাচনি প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সঠিক উত্তরের বৃত্তটি ( কালো বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। প্রশ্নে কোন প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবেনা এমনকি একাধিক বৃত্ত ভরাট করা যাবেনা। প্রতিটি প্রশ্নের মান ১ (এক)] ১. ডিজিটাল কন্টেন্ট কী আকারে বিরাজ করে? (ক) অ্যানালগ উপাত্ত (খ) সংখ্যা আকারে (গ) ডিজিটাল উপাত্ত আকারে (ঘ) ই-বুক ২.ব্লগ পোস্ট কী ধরনের কন্টেন্ট? (ক) শব্দ (খ) এনিমেশন (গ) চিত্র (ঘ) লিখিত কন্টেন্ট ৩.এনিমেটেড কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? (ক) শব্দ (খ) অডিও (গ) এনিমেশন (ঘ) ছবি ৪.ভিডিও স্ট্রিমিং হলো- (ক) ডেটাবেজ তৈরী (খ) ওয়েবসাইটে কোন ভিডিওর সরাসরি প্রচার (গ) এনিমেটেড ছবি তৈরী (ঘ) ভিডিওতে শব্দ যোগ করা ৫. যে কোন বিষয়ের অডিও ফাইল কোন ধারার কন্টেন্টের অন্তর্ভুক্ত? (ক) ভিডিও (খ) টেক্সট (গ) এনিমেটেড (ঘ) শব্দ ৬.কম্পিউটারে শতশত কাজ রয়েছে। যেমন- র. মোবাইল রর. ব্যাংকিং ররর. কল সেন্টার নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর ৭.কিন্ডল রিডার কোনটির অন্তর্ভুক্ত (ক) ফেসবুক (খ) আমাজান (গ) গুগল (ঘ) টুইটার ৮. ঐঞগখ এর পূর্ণরুপ কোনটি? (ক) ঐুঢ়বৎ ঞৎধরহরহম গধৎশ-ঁঢ় খধহমঁধমব (খ) ঐুঢ়বৎ ঞবীঃ গধৎশ-ঁঢ় খধহমঁধমব (গ) ঐুঢ়বৎ ঞবীঃ গধহধমবসবহঃ খধহমঁধমব (ঘ) ঐুঢ়বৎ ঞযড়ঁমযঃ গধৎশ-ঁঢ় খধহমঁধমব ৯. কোনটি ই-বুক প্রকাশের ফরমেট? (ক) উইঝ (খ) ঔচএ (গ) ঊচটই (ঘ) চচঞ ১০. ই-বুকের এ্যপাস কী আকারে প্রকাশিত হয়? (ক) পিডিএফ আকারে (খ) ওয়েবসাইট আকারে (গ) অ্যাপস আকারে (ঘ) ডাউনলোড আকারে ১১. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার হয়? (ক) ওপেন (খ) পিডিএফ (গ) ডাউনলোড (ঘ) ফ্রিল্যান্স ১২.কোন লেখকের লেখার অধিকার রক্ষায় কোন আইন রয়েছে? (ক) মানবধিকার আইন (খ) ক্রিমিনাল আইন (গ) কপিরাইট আইন (ঘ) হ্যাকার আইন ১৩. ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে? (ক) কম্পিউটার (খ) মোবাইল ফোন (গ) ল্যাপটপ (ঘ) আইপ্যাড ১৪.ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? (ক) মোবাইল (খ) ই-বুক (গ) আইসিটি (ঘ) ইন্টারনেট ১৫.ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? (ক) কৃষি (খ) আইসিটি (গ) স্বাস্থ্য (ঘ) দর্শন ১৬. কোন ক্ষেত্রে কম্পিউটার শ্রেষ্ঠ স্থান দখল করে আছে? (ক) ইন্টারনেট (খ) সামাজিক যোগাযোগ (গ) তথ্য প্রযুক্তি (ঘ) ই-বুক ১৭.মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার? (ক) রোবটিক (খ) তথ্য প্রযুক্তি (গ) আর্কিটেকচার (ঘ) ইন্টারন্টে ১৮.প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন? (ক) ইন্টারনেট (খ) ওয়েব (গ) কম্পিউটার (ঘ) প্রোগ্রামিং ভাষা ১৯.মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান? (ক) গেম নির্মাণ প্রতিষ্ঠান (খ) সফটওয়্যার র্নিমাণ প্রতিষ্ঠান (গ) হার্ডওয়্যার র্নিমাণ প্রতিষ্ঠান (ঘ) কারখানা ২০.বিশ্বব্যাপি কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কে? (ক) ডেটা (খ) তথ্য প্রযুক্তি (গ) কম্পিউটার (ঘ) প্রগ্রামিং ২১. কোন মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক্স রুপকে কী বলা হয়? (ক) ই-বুক (খ) ইলেকট্রনিক্স (গ) বুক (ঘ) ইন্টারনেট বই ২২.ফ্রিল্যান্সিং কাজ পেতে প্রয়োজন- (ক)অর্থের (খ) ধৈর্যের (গ) শিক্ষগতা যোগ্যতা (ঘ) বয়স ২৩. ফ্রিল্যান্সের কাজ পেতে প্রয়োজন- র. ইন্টারনেট সংযোগ রর. টেলিফোন ররর. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:- রিতা বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন রিতা দেখল তার ছোট ভাইও বই পড়ছে একটি যন্ত্র ব্যবহার করে। রিতার ছোট ভাই যে বই পড়ছে সেই বইকে বলা হয় ই-বুক। ২৪.রিতার ভাইয়ের ব্যবহৃত যন্ত্রটির নাম কী? (ক) টেলিফোন (খ) স্ট্রিমিং (গ) রিডার (ঘ) ওয়েবসাইট ২৫.রিতার ভাই যে বইটি পড়ে ছিল তা- (র) অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে (রর) মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে (ররর) অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর
×