ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডায়মন্ড দিয়ে তৈরি ফোন

প্রকাশিত: ০৬:১১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ডায়মন্ড দিয়ে তৈরি ফোন

ফোনের স্ক্রিন ফেটে যাওয়া ঠেকাতে ডায়মন্ড ব্যবহার করতে এগিয়ে আসছে ‘এখান সেমিকন্ডাক্টর’ সংস্থা। বর্তমানে স্মার্টফোনে যেসব স্ক্রিন তৈরি হচ্ছে সে তুলনায় ডায়মন্ড গ্লাসে তৈরি স্ক্রিন হবে আরও শক্তিশালী, শক্ত ও ঝকঝকে। এই স্ক্রিনকে বলা হয় ‘মিরেজ ডায়মন্ড গ্লাস’। গরিলা গ্লাস বা রেগুলার কাচের ওপর হীরা ব্যবহারের ফলে স্মার্টফোন ৬ থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হবে। এতে ফোন ভাঙবে না আবার তাপও নিয়ন্ত্রণে থাকবে। এ বছরের শেষে এমন স্ক্রিনযুক্ত ফোন বাজারে দেখা যেতে পারে। -এনডিটিভি
×