ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্যামসাং প্রধানকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:১০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

স্যামসাং প্রধানকে  দ্বিতীয় দফা  জিজ্ঞাসাবাদ

টেক জায়ান্ট স্যামসাংয়ের প্রধান লি জ্যা ইয়ংকে দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনীতির ইতিহাসে একে সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার জন্য প্রসিকিউটররা আবেদন জানাতে পারেন। খবর বিবিসি অনলাইনের। অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের এক ঘনিষ্ঠ ব্যক্তির পরিচালনাধীন একটি অমুনাফাভোগী ফার্মকে স্যামসাং বিভিন্ন সময় অনুদান দিয়েছিল। স্যামসাং প্রধানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে লি জ্যা ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর জন্য যথেষ্ট ভিত্তি খুঁজে পাওয়া যায় নাই আদালতের রুলিংয়ে বলা হয়। স্যামসাং, সিএন্ডটি এবং চেরিলের একীভূতকরণ ইস্যুতেও স্যামসাংয়ের পক্ষে প্রশ্ন উঠেছে। আদালতের অভিযোগে বলা হয়েছে, স্যামসাং ব্যবসায়িক স্বার্থ পূরণের জন্য একটি কোম্পানিকে ৩১ লাখ ডলার অনুদান দিয়েছিল। পার্ক জিউন হাইয়ের ঘনিষ্ঠ চই সুন সিল ও তার মেয়ে কোম্পানিটির অন্যতম দুইজন মালিক। এই ঘটনা দেশটির রাজনীতির অঙ্গনে ঝড় তোলে। বিষয়টি এতদূর গড়ায় যে, ডিসেম্বরে পার্লামেন্ট সদস্যরা পার্ককে ইমপিচ করার পক্ষে ভোট দেয়। দেশটির সাংবিধানিক আদালত ছয়মাসের জন্য এর কার্যকারিতা স্থগিত করেছে। পার্ক হাই এখন প্রেসিডেন্ট পদে আছেন ঠিকই তবে প্রেসিডেন্ট হিসেবে তার সব ক্ষমতা এখন প্রধানমন্ত্রীর কাছে অর্পণ করা হয়েছে।
×