ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালবাসা দিবসের যত এ্যালবাম

প্রকাশিত: ০৬:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ভালবাসা দিবসের যত এ্যালবাম

সাজু আহমেদ ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বেশকিছু এ্যালবাম বাজারে এনেছে। এর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান লেজার। আরও আছে সিডি চয়েস, সুরঞ্জলি, ঈগল মিউজিক প্রভৃতি। এছাড়া অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের বিশ্ব ভালবাসা দিবসের নতুন এ্যালবামগুলোর তথ্য নিয়ে এ প্রতিবেদন। লেজার ভিশন ॥ ভালবাসা দিবসকে সামনে রেখে বরাবরের মতো প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন এবারও বেশ কয়েকটি অডিও এবং মিউজিক ভিডিও এ্যালবাম বাজারে নিয়ে আসছে। এ্যালবামগুলো হলোÑ জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরফিন রুমির সুর ও সঙ্গীতে মিক্সড অডিও এ্যালবাম ‘দেহবাজী’। জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও তারেক আনন্দের কথায় এ্যালবামে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কাজী শুভ, তানভীর তারেক, খেয়া, স্বরলিপি ও ঐশী। ফয়সাল রাব্বিকীনের কথায় মিক্সড অডিও এ্যালবাম ‘লাভ ডুয়েট’স-২’। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমরান, রেজওয়ান শেখ, জেকে মজলিসের সুর ও সঙ্গীতে এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান, বৃষ্টি, কাজী শুভ, স্বরলিপি, মিলন ও মোহনা। স্নেহাশীষ ঘোষের কথায় কণ্ঠশিল্পী কাজী শুভর একক অডিও এ্যালবাম ‘ভালবাসি কতটা’। এ্যালবামের গানে সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। এ্যালবামের একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নদী। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রিয়াংকার প্রথম একক অডিও এ্যালবাম ‘নিমন্ত্রণ’। এ্যালবামে সহশিল্পী বেলাল খান, কাজী শুভ ও বাবলা। আমিনা নাজনীন ডানা, অনুপম বিশ্বাস ও আহমেদ বশীরের কথায় এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু ও মন। কণ্ঠশিল্পী রিয়াজ লিটনের একক অডিও এ্যালবাম ‘একই শহরে’। রেজাউর রহমান রিজভী, ওয়ালিদ আহমেদ, সজীব শাহরিয়ার, খসরু পারভেজ ও রিয়াজ লিটনের কথায় এ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। এ্যালবামটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শশী, অবন্তী সিঁথি ও নদী। অমিত কর এর সুর ও সঙ্গীত পরিচালনায় মিক্সড অডিও এ্যালবাম ‘উড়ো চিঠি’। এ্যালবামে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, মুহিন, লুৎফর হাসান, ঐশী ও প্রিয়াংকা বিশ্বাস। এ্যালবামের গানের কথা লিখেছেন সজল শুভ, তাপস চৌধুরী, লুৎফর হাসান, নাশিদা চৌধুরী ও সাইফুল ইসলাম জীবন। অজয় মিত্রের সুর ও সঙ্গীতে মিক্সড ফোক অডিও এ্যালবাম ‘টিকেট’। অজয় মিত্র ও সৈয়দ রহমানের কথায় এ্যালবামে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, আলম আরা মিনু, সন্দীপন, মৃদুলা ও স্বীকৃতি। এসআই শহীদের কথা ও সুর মিক্সড অডিও এ্যালবাম ‘মন মুনিয়া’। এতে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, অরিন ও শাহীন খান। সঙ্গীত পরিচালনা করেছেন শচী শামস। কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সোহেল রাজের একক অডিও ‘এই পথে নিমন্ত্রণ’। সবকটি গানে কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। একটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন স্বরণ। প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলীমের মেয়ে নুরজাহান আলীমের ফোক একক অডিও এ্যালবাম ‘যারে ছেড়ে’। এ্যালবামের গানের কথা ও সুর করেছেন কানাইলাল শীল ও পল্লীকবি জসিমউদ্দিন। এ্যালবামের সঙ্গীতায়োজনে ছিলেন পংকজ। কবি রূপকথা রুবির কবিতা নিয়ে আবৃত্তিকার শাহ্ নেওয়াজ দীপুর প্রথম একক আবৃত্তির এ্যালবাম ‘বিভাময় অরুন্ধতী’। আরও প্রকাশ হবে সিরাজুম মুনিরের কথা ও সুরে এবং সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে কণ্ঠশিল্পী জান্নাতুল ফিরদাউস ইভার ‘পথের সীমানা’ শিরোনামের অডিও এবং মিউজিক ভিডিও গানটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। অনিক সাহানের কথা ও সুরে নবীন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের ‘তুমি বুঝলানা’ এ্যালবামের ‘জীবন মানে যন্ত্রণা’ শিরোনামের একটি গানের অডিও ও মিউজিক ভিডিও গানটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এছাড়াও বেশ প্রকাশিতব্য এ্যালবামগুলোর কয়েকটি মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে। এফ এ সুমনের ‘দরিয়া’ ॥ ভালবাসা দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফএ সুমনের বিশেষ সিঙ্গেল ট্র্যাক ‘দরিয়া’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এফএ সুমন। গানটি রিলিজ হচ্ছে সুরঞ্জলির ব্যানারে। গানটির একটি সুন্দর মিউজিক ভিডিও আসছে। গীতিকার সজীব শাহরিয়ার বলেন, এর আগে সুমন ভাইয়ের কণ্ঠে আমার লেখা ‘কৃষ্ণ কালো’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। আশা করছি এ গানটিও সকলের ভাল লাগবে। শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন বলেন, গানটির কাজ অনেক সময় নিয়ে করেছি। গানটি সবার ভাল লাগবে বলে আমার বিশ্বাস। সিডি চয়েসের ‘আমার গল্পে তুমি’ ॥ ভ্যালেনটাইন ডে উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে বাজারে এসেছে বিশেষ এ্যালবাম ‘আমার গল্পে তুমি।’ এই সময়ে অন্যতম পরিচিত মুখ সাজিদ সরকার ফিচারিং বর্তমান সময়ের হার্টথ্রব গায়ক তাহসান খানের ‘আমার গল্পে তুমি’। এই গান রচনার মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গানটি শুধু জিপি মিউজিকে এবং সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। এদিকে ভালবাসা দিবসকে সামনে রেখে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের নতুন একটি গানের মিউজিক ভিডিও। ‘ভাসি-ডুবি’ শিরোনামের এই গানটি রচনার পাশাপাশি সুর করেছেন স্নেহাশীষ ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গত ১২ ফেব্রুয়ারি রাতে গানটি ইউটিউবে আপলোড করা হয়। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত এই গানটি ছিল ‘আমরা আমরা’ শিরোনামের একটি এ্যালবামে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং মডেল ছিলেন আজাদ ও রোৎসি। ঈগল মিউজিকের ‘নামবো জলে’ ॥ ভালবাসা দিবসে ঈগল মিউজিকের ব্যানারে আনুশেহর এ্যালবাম ‘নামবো জলে’। এর মাধ্যমে প্রায় ৬ বছর পরে বাংলাদেশের কোন এ্যালবামের জন্য গান করলেন আনুশেহ আনাদিল। আর আনুশেহকে দিয়ে গান করিয়েছেন এ্যালবামের পরিকল্পক এবং সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী। নির্ঝরের মতে, খুব ভাললাগার বন্ধু আর গানটি ওর ভাল লেগেছে বলেই কাজটা করাতে পেরেছি। পিয়ারি চানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রোকন ইমন। তিন গানের এই এ্যালবাম এ গান গেয়েছেন আনুশেহ, নির্ঝর ও পিন্টু ঘোষ। ঈগল মিউজিক থেকে আজ অনলাইনে মুক্তি পাবে এ্যালবামটি। এছাড়া থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মালার দুই গানের ইপি। ‘লীলাবালি’ ও ‘কোন রঙে’ শিরোনামের গানগুলো নতুন ঢঙে সঙ্গীতায়োজন করেছেন সাকের রাজা ও এ্যাপিরাজ। ভালবাসা দিবস-এ গানগুলো লিরিক ভিডিও দেখতে পাবেন ঈগল মিউজিকের নিজস্ব ওয়েবপেজে।
×