ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম কার্টুনভিত্তিক ওয়েব পোর্টাল ‘সঙবাদ’

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

প্রথম কার্টুনভিত্তিক ওয়েব পোর্টাল ‘সঙবাদ’

একটি কার্টুন হাজার কথা বলে। একটি ঘটনার পুরো চিত্র একজন কার্টুনিস্ট চিত্রায়িত করতে পারেন ছোট্ট একটি কার্টুনে। বাঙালীর জীবনে বোধ হয় ঠাট্টা-মস্করার কখনও কমতি হয়নি। অতি দুঃখের মাঝেও বাঙালী কৌতুক খুঁজে পায়! ভারতীয় উপমহাদেশে আরও অনেক কিছুর মতোই কার্টুনের প্রচলন হয় ইংরেজদের হাত ধরে। একসময় ইউরোপীয় ঢং এবং বাঙালী লোকশিল্পের ছিমছাম রেখায় কার্টুন আঁকা হতো। তখন অবশ্য এসব কার্টুন সাধারণ মানুষ কিংবা প্রদর্শনীর জন্য আঁকা হতো না। তুলির আঁচড়ে মত প্রকাশের এ সৃজনশীল মাধ্যমটি আমাদের সবার প্রিয়। কার্টুন শুধু আনন্দই দেয় না, বরং একটি ঘটনার অনেক গভীরে নিয়ে যায়। বিভিন্ন ঘটনাবলীর অন্তরালের রহস্যকে একজন কার্টুনিস্ট পরোক্ষভাবে কার্টুনের মাধ্যমে দেখাতে পারেন, যা কোন দীর্ঘ প্রতিবেদনেও অনেক সময় সম্ভব হয় না। আর এ কারণে পাঠকদের কাছে কার্টুন অত্যন্ত জনপ্রিয়। গত ১৩ জানুয়ারি, ২০১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম কার্টুনভিত্তিক ওয়েব পোর্টাল ‘সঙবাদ’। কার্টুনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিই এ ওয়েবসাইটের মূল লক্ষ্য। প্রথম সংখ্যায় ফকির লালন শাহর ধর্মনিরপেক্ষতার ধারণাকে তুলে ধরা হয়েছে। প্রথম সংখ্যার ভূমিকায় বলা হয়েছে - একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখা অসম্ভব নয় যা মুক্ত ও স্বাধীন। যা প্রস্তরকালীন বর্বরতা সমর্থন করে না বরং নিবেদিত প্রতিটি প্রাণের জন্য। প্রাণের রহস্য অনুধাবন করার চেষ্টা সবসময় মূলক। একটি নতুন পৃথিবীর স্বপ্ন নিয়েই সংবাদের আত্মপ্রকাশ। সঙবাদ মূলত সামাজের দর্পণ। যেখানে চার দেয়ালে বন্দি চিন্তায় কোন দেয়াল নেই। প্রথা একটি চর্চা হলেও কোন গোড়ামি নেই। আর কথায় প্রতিফলিত হয় মাটি, মানুষ, সমাজ, সংস্কৃতি, কৃষ্টি তথা উদ্দেশ্যহীন গন্তব্য। তবে, সংবেদনশীলতা সঙবাদের অধ্যাবসায় হলেও তা প্রচণ্ড অনুভূতিশীলও। সুখের মতো তুচ্ছ বিষয় সঙবাদের আলাপে আসে না, বরং সঙবাদের গম্ভীরতা আরও গম্ভীর হয় যখন চারপাশে ঘটেচলা অশ্লীলতম প্রহসনগুলো তার উদ্বেগের কারণ হয়। বৃত্তকেন্দ্রিক মূল্যবোধ- প্রচলিত ব্যবস্থার পুনরাবৃত্তি কিংবা অর্থচিন্তার রূপান্তর কেবল পরাধীনতাই নয় অর্থহীনচিন্তায় প্রদক্ষিণ করা শ্রেণী রাজত্বও সঙবাদের দৃষ্টিতে সভ্যতার কারাগার। তবে সঙবাদে সুখ, প্রেম-ভালবাসা ও প্রজ্ঞায় গুণান্বিত হয়ে বোধের বহির্প্রকাশ ঘটবে। আর তার বিচরণ রণে, বনে, জলে, জঙ্গলে।’ ইদানীংকালে বিজ্ঞানের উন্নতি ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যাঙ্গচিত্র রূপান্তরিত হয়েছে কার্টুন-কাণ্ডে। বারংবার কার্টুন উঠে আসছে সংবাদপত্রের শিরোনামে। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বর্ণ বিদ্বেষ এমন হরেক বিষয়তেই রয়েছে কার্টুনের অবাধ আধিপত্য। এই দিক থেকে ‘সঙবাদ’ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘সঙবাদ’ ওয়েব পোর্টাল গিয়ে দেখা গিয়েছে সমাজের নানা ধরনের অসঙ্গতি তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে।
×