ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনের প্লাস্টিক মেলা

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনের প্লাস্টিক মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭। এ মেলায় বিশ্বের ১৪টি দেশ অংশ নেবে। সোমবার দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এ্যাসোসিয়েশনের ১২তম মেলা এটি। বুধবার দুপুর ১২টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করবেন। এ মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ৪৫০টি স্টল অংশ নেবে। মেলায় দেশীয় ১৫টি ক্যাটাগরিতে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের মধ্যে প্লাস্টিক হাউস আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ট্রয়স প্রভৃতি উল্লেখযোগ্য।
×