ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃদ্ধার লাঠিতে আপত্তি

প্রকাশিত: ০৫:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বৃদ্ধার লাঠিতে আপত্তি

৮০ বছরের এক বৃদ্ধা তার বেতের লাঠিতে ভর করে বিমানবন্দরে পৌঁছান। অনেক দূর যেতে উঠবেন বিমানে। কিন্তু কী ভয়ঙ্কর কথা! তার হাতের বেতের লাঠি যে তাকে বিমানে উঠতে দিচ্ছে না। কারণ এর মাঝেই ছিল বিরাট ভয়ঙ্কর তলোয়ার। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মার্টল বিচ ইন্টারন্যাশনাল এয়াপোর্টে পরীক্ষায় ধরা পড়ে এটি। কর্তৃপক্ষ মনে করছে, বৃদ্ধার কোন দোষ নেই। কারণ ভয়ঙ্কর এ তলোয়ারের কথা তিনি জানতেন না। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনের আঞ্চলিক মুখপাত্র মার্ক হাউয়েল সাংবাদিকদের বলেন, মানুষ প্রায়ই নিম্নমানের দোকান থেকে বেতের লাঠি কেনে। তখন তারা জানতে পারে না যে, এগুলোর মধ্যে তলোয়ার আছে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়ায় না এই তলোয়ার। প্রায়ই এ ধরনের গোপন তলোয়ার জব্দ করা হয়। আর বিপাকে পড়ে যাত্রীরা। হাওয়েল বলেন, মানুষ খেলনা পিস্তল এবং হ্যান্ডগ্রেনেডের মতো দেখায় এমন বলসহ অস্ত্র সদৃশ কোন কিছু বিমানে বহন করতে পারে না। Ñইউপিআই
×