ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেনাপোলে অর্ধকোটি টাকার সোনার বারসহ চোরাচালানি আটক

প্রকাশিত: ০৫:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বেনাপোলে অর্ধকোটি টাকার সোনার বারসহ চোরাচালানি আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোলে ১৪ পিস সোনার বারসহ বজলুর রহমান (৫৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার রাতে বেনাপোল বাজারের চুড়িপট্টির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বজলুর রহমান সীমান্তের বড়আঁচড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনা পাচারে জড়িত রয়েছেন বলে বিজিবি জানায়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের চুড়িপট্টির সামনে থেকে বজলুর রহমানকে আটক করা হয়। আটকের পর তাকে ক্যাম্পে এনে দেহ তল্লাশি করে ১৪ পিস সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম; যার বাজারদর প্রায় ৫০ লাখ টাকা। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
×