ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাগুন হাওয়ায় হাওয়ায়... খুলে গেল বসন্তের বাতায়ন

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ফাগুন হাওয়ায় হাওয়ায়... খুলে গেল বসন্তের  বাতায়ন

সমুদ্র হক ॥ ফাগুনের রঙের সুরভিত আমেজ। মেয়েদের খোঁপায় গাঁদার টায়রা। তরুণীদের পরনে বাসন্তী শাড়ি। হলদে ফুলের মালা পরেছে কেউ কেউ। বাদ যায়নি শিশুরাও। তাদের মনেও ফাগুনের হাওয়া। হৃদয়ের সবটুকু মাধুরী মেশানো তারুণ্যের উচ্ছ্বাস। ভালবাসার আকুলতা। ফাগুন এভাবেই পরিণত হয় বসন্তের মধু আলাপের নগরীতে, গ্রামে। মেতে ওঠে উৎসবে। যেন চির ফাগুনের দেশ। দিনের আলো যেন গোধূলী বেলার মিষ্টি ¯িœগ্ধতা। পরশ বুলিয়ে দেয় মানব হৃদয়ে। কংক্রিটের নগরীতে। উড়ে আসে সুরেলা পাখি। ডাকে কোকিল কুহু কুহু ডাকে মনের মুকুরে গেঁথে দেয় প্রণয়ের মাধবীলতা। গ্রামের কৃষক বাড়ির আঙিনা বাদ যায় না। কোন গাছের শাখায় পিয়া পাখি সুর তোলে- বউ কথা কও। এই পাখির নামও হয়েছে বউ কথা কও। বসন্তেই তার অবগাহন। রং লেগেছে প্রকৃতিতে, মনেও। তরুণ মনের ভাবনা বলে ওঠে বউ কি কইবে কথা! বাঙালীর চিরন্তন মধুময়তার ঋতু বসন্ত। ফুরফুরে মনের অপার ব্যাকুলতা। নিজেরে হারিয়ে খোঁজার দিন। চোখেও দেখা যায়। রজনীগন্ধা গাঁদা গোলাপ ডালিয়া অপলক তাকিয়ে থাকে। শহরের অনেক সড়কে ছিটে থাকে হলদে ফুলের পাপড়ি। পাপড়ি মেলে বন্ধুত্বের। সুর ভাসে ‘ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি ভালোবাসি...”। বসন্তের আকুলতা শুধুই কি নগরীতে! মোটেও না। গ্রামের পথেও ফাল্গুনের আমেজ। মৃদুমন্দ সমীরণ। এ হাওয়া ঝড়ো নয়। আছে মিষ্টি উষ্ণতা। ফাগুনের এই হাওয়া মনকে ভাসিয়ে নিয়ে যায় দূর বহুদূর। এই দিনে প্রকৃতিও সাজে বসন্তেরই সাজে। এই সময়ের শান্ত যমুনার ঢেউগুলো দেখে মনে হবে তীরের সঙ্গে দুষ্টুমি করছে। ধীরে আছড়ে পড়ছে তীরে। কখনও তীরের কাছে গিয়েও দ্রুত সরে যাচ্ছে। পাতারাও বৃক্ষ শাখাকে সাজিয়ে তুলেছে। ফাগুনের হাওয়ায় উঠেছে নেচে। দেখে মনে হবে পত্রকুঞ্জের মঞ্চে যেন ধ্রুপদী নাচ। দেখে প্রকৃতিপ্রেমীদের মন ভরে যায়। ফাল্গুন এসেছে ফুলের সঙ্গী হয়ে। এঁকে দিয়েছে ফাল্গুনকে। গানের মতো- পলাশ আর কৃষ্ণচূড়া আগুন জ্বলে ফাগুন বেলায়। রঙে রঙে রং মশাল জ্বালে। ফাগুনের বন্ধুত্ব বহতা নদীর মতো। নদী বয়ে যায় অচেনা দিশায় কোথায় যে কোন সুর শোনায়। কোকিলের ডাকে, পাখিদের কুহুতানে, আমের মুকুলে চির ফাগুনের দেশের ভ্রমরের গুঞ্জনে বসন্তের বাতায়ন খুলেছে। বইছে ফাগুন হাওয়া...।
×