ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, প্যারিসে আজ রাতে শেষ ষোলোর প্রথম লেগে মেসি, নেইমার, সুয়ারেজদের আতিথ্য দিবে ফরাসী লীগ ওয়ান চ্যাম্পিয়নরা

বার্সিলোনাকে হারানোর স্বপ্ন পিএসজির

প্রকাশিত: ০৫:২২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বার্সিলোনাকে হারানোর স্বপ্ন পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ সবশেষ চার মৌসুমে দুইবার বার্সিলোনার কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে মিশন শেষ হয় প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। এবারও ইউরোপ সেরার মঞ্চে একে অপরের মুখোমুখি স্প্যানিশ ও ফরাসী চ্যাম্পিয়ন। আগেরবার কোয়ার্টার ফাইনালে দেখা হলেও এবার দেখা হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালে। আজ রাতেই প্রথম লেগের ম্যাচে মুখোমুখি পিএসজি ও বার্সা। প্যারিসে কাতালানদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছেন থিয়াগো সিলভা, থিয়াগো মোট্টারা। শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটি যে দল জিতবে তারাই এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের দৌড়ে। বার্সার মাঠ ন্যুক্যাম্পে ফিরতি লেগ হবে আগামী ৮ মার্চ। শেষ ষোলোর আরেক ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগালের বেনফিকা ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। সাম্প্রতিক পারফর্মেন্স ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ম্যাচে স্পষ্ট ফেবারিট বার্সা। দলটির বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার যে কোন দলের জন্য ভয়ঙ্কর। প্যারিসেও তারা জ্বলে উঠতে পারেন একসঙ্গে। এরপরও নিজেদের ফেবারিট মানতে নারাজ বার্সার লেফটব্যাক লুকাস ডিনিয়ে। তার মতে, পিএসজিকে হারাতে হলে তাদের অবশ্যই নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে হবে। ডিনিয়ে বলেন, তাদের (পিএসজি) নতুন একজন কোচ আছে, তিনি অনেক কিছুর পরিবর্তন করেছেন। আমরা ফেবারিট কিনা, আমি জানি না। আমাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, যেমনটা আমরা সবসময় করি। দুটি ম্যাচ জেতারই চেষ্টা করব আমরা। গত বছরের জুলাইয়ে পিএসজি ছেড়ে বার্সায় যোগ দেন ডিনিয়ে। সেখানে দুই বছরে আটটি শিরোপা জেতা ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার এবারই প্রথম পুরনো ঠিকানায় ফিরছেন। এবার তাই ঘরের শত্রু বিভীষণ হতে যাচ্ছেন তিনি। বার্সা কঠিন প্রতিপক্ষ হলেও জিততে চায় পিএসজিও। দলটির মিডফিল্ডার থিয়াগো মোট্টা সব ইতিহাস আর পরিসংখ্যানের পাতা উল্টিয়ে জয় চান। মোট্টা বলেন, পরিষ্কারভাবে বার্সিলোনাই ফেবারিট। আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি এবং তারা কী করতে পারে তা আমরা জানি। তবে আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার এটা একটা সুযোগ। লক্ষ্য পূরণে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা ভাল করেই জানেন ইতালির এই ফুটবলারের। বলেন, কঠিন দুটি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু নিশ্চয়ই তাদের জন্যও এটা কঠিন হবে। আমরা জানি, তারা ফেবারিট। কিন্তু আমরা এই লড়াই নিয়ে রোমাঞ্চিত এবং পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখি। গত কয়েক বছরে পিএসজির বিপক্ষে দারুণ সফল বার্সিলোনা। ২০১৩ সাল থেকে মোট ছয়বারের মুখোমুখি লড়াইয়ে তিনবার জিতেছে কাতালানরা। ২০১২-১৩ ও ২০১৪-১৫ মৌসুমে কোয়ার্টার ফাইনালে পিএসজিকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্প্যানিশ পরাশক্তিরা। এর মধ্যে প্যারিসের ক্লাবটির জয় মাত্র একটি, ২০১৪-১৫ মৌসুমে গ্রুপ পর্বে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছিল তারা। এবার চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ড্রতে সবার চোখ ছিল দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার দিকে। ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলিকে। আর বার্সিলোনার প্রতিপক্ষ পিএসজি। গত কয়েক মৌসুমে ধারাবাহিকভাবে বার্সার সামনে পড়তে হয়েছে পিএসজিকে। প্রতিবারই হেরে বিদায় নিতে হয়েছে ফরাসী চ্যাম্পিয়নদের। এবারও বার্সার সামনে পড়ে স্বস্তিতে নেই দলটি। ম্যাচটি নিয়ে বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ট্রে বলেছেন, এটা ঠিক যে বেয়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে অনেক কঠিন।
×