ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, টানা পাঁচ ম্যাচ হেরে চ্যাম্পিয়ন লিচেস্টারের অগৌরবের রেকর্ড বার্নলি ১-চেলসি, সোয়ানসি সিটি ২-০ লিচেস্টার সিটি

অদম্য চেলসিকে থামাল বার্নলি

প্রকাশিত: ০৫:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

অদম্য চেলসিকে থামাল বার্নলি

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধারের পথে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে চেলসি। তবে রবিবার রাতে তাদের কিছুটা ধাক্কা দিয়েছে বার্নলি। এ্যাওয়ে ম্যাচে বার্নলির মাঠে এগিয়ে যেয়েও ১-১ গোলে ড্র করে ফিরেছে অতিথি চেলসি। ব্লুজদের হয়ে গোল করেন পেড্রো। আর স্বাগতিকদের হয়ে সেটি ফিরিয়ে দেন রবি ব্রাডি। অন্যদিকে ভরাডুবি অব্যাহত আছে লিচেস্টার সিটির। এবার বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হেরেছে সোয়ানসি সিটির কাছে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল ক্লাউডিও রানিয়েরির দল। ম্যাচে জয় পেলে চেলসির সুযোগ ছিল দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে যাওয়া। কিন্তু ড্র করে ব্যবধান কমে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। বর্তমানে ২৫ ম্যাচ শেষে চেলসির ভা-ারে সর্বোচ্চ ৬০ পয়েন্ট। আর টটেনহ্যামের পয়েন্ট ৫০। আর্সেনালের ঝুলিতেও ৫০ পয়েন্ট। ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানের লক্ষ্যে খেলতে নেমে চেলসি পেড্রোর গোলে এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটে। কিন্তু ঘরের মাঠে স্বাগতিক সমর্থকদের হতাশ করেনি বার্নলি। রবি ব্র্যাডি ২৪ মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। বাকি সময়ে প্রাণান্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি চেলসি। ড্র নিয়েই তাই মাঠ ছাড়তে হয় ব্লুজদের। চেলসি তাদের বর্তমান পারফর্মেন্সে সন্তুষ্ট হলেও সোমবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলেই তারা চলে আসবে দুইয়ে। তখন সিটির সঙ্গে চেলসির পয়েন্টের ব্যবধান হবে আট। তবে এসব নিয়ে ভাবছে না ব্লুজরা। ড্র করলেও দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন দলটির কোচ এ্যান্টোনিও কন্টে। আরেক ম্যাচে ১৯৫৬ সালে চেলসির পর প্রথম ইংলিশ চ্যাম্পিয়ন হিসেবে লিচেস্টার টানা পাঁচ ম্যাচে পরাজিত হয়েছে। শুধু তাই নয়, প্রথম দল হিসেবে মৌসুমের শুরুতে ১৯৮৫ সালে স্টোক সিটির পর টানা ছয় ম্যাচে কোন গোল করতে পারেনি। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর রানেইরিকে আত্মবিশ্বাস যুগিয়েছেন লিচেস্টারের মালিকপক্ষ। কিন্তু ম্যাচ পরবর্তী গোলরক্ষক কাসপার শিমেচেলের কান্না পুর বিষয়টিকে কিছুটা হলেও প্রভাবিত করেছে। লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে সাবেক লিচেস্টার উইঙ্গার ন্যাথান ডায়ারের গোঁড়ালির ইনজুরির কারণে সোয়ানসি চিন্তায় পড়েছিল। কিন্তু প্রথমার্ধেই দুই গোলে সোয়ানসি স্বস্তি ফিরে পায়। সেন্টার ব্যাক আলফে মওসন দুর্দান্ত এক ভলিতে ৩৬ মিনিটে প্রথম গোল করেন সোয়ানসির হয়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লেফটব্যাক মার্টিন ওলসনের গোলে সোয়ানসির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বিরতির পর লিচেস্টার কোচ দুটি পরিবর্তন করেও কোন ফল পাননি। এই জয়ে জানুয়ারি মাসের প্রিমিয়ার লীগের সেরা কোচের স্বীকৃতি পাওয়া সোয়ানসি কোচ পল ক্লেমেন্ট আরও একবার নিজেকে প্রমাণ করেছেন। বব ব্র্যাডলির উত্তরসূরি হিসেবে সোয়ানসিতে যোগ দেয়ার পর গত ছয় ম্যাচে এটি তার চতুর্থ জয়। ওয়েলসের ক্লাবটি এখন রেলিগেশন খরা থেকে চার পয়েন্ট উপরে আছে। টেবিলের শীর্ষে থাকা চেলসির বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ দুই সপ্তাহ সময় পাচ্ছে তারা। ক্লেমেন্ট বলেছেন জানুয়ারিতে সোয়ানসিতে যোগ দেয়ার পর আমার একটাই লক্ষ্য ছিল দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং খেলোয়াড়দের সংঘবদ্ধ করা। খেলোয়াড়দের জবাবে আমি দারুণ খুশি। অন্যদিকে বাজে হারে রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে আছে লিচেস্টার। ম্যাচ শেষে দলটির কোচ রানিয়েরি বলেন, আমরা নতুন একটি মৌসুম শুরু লক্ষ্যে মাঠে নেমেছিলাম। কিন্তু ওই একই চিত্র আবারও ফিরে এসেছে। এটা সত্যিই অবিশ্বাস্য। আমাদের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু তাদের প্রথম দুটি প্রচেষ্টার দুটিতেই গোল হয়েছে। ওই পরিস্থিতি থেকে ফিরে আসাটা কঠিন। এবারের মৌসুমে আমাদের পারফর্মেন্স সত্যিই অবাক করার মত। আমাদের দুটি সমস্যা হচ্ছেÑ গোল হজম করা এবং নিজেরা গোল করতে না পারা। আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এর সমাধান খুঁজে বের করতে হবে। এভাবে চলতে দেয়া যায় না।
×