ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হায়দরাবাদ টেস্ট

ব্যাট-বলের নৈপুণ্যে ভারতীয়রা শীর্ষে

প্রকাশিত: ০৫:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ব্যাট-বলের নৈপুণ্যে ভারতীয়রা শীর্ষে

ব্যাটিংয়ে সেরা ৫ ব্যাটসম্যান ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ বিরাট কোহলি ২ ২৪২ ২০৪ ১২১.০০ ১/০ মুশফিকুর রহীম ২ ১৫০ ১২৭ ৭৫.০০ ১/০ চেতেশ্বর পুজারা ২ ১৩৭ ৮৩ ১৩৭.০০ ০/২ মুরালি বিজয় ২ ১১৫ ১০৮ ৫৭.৫০ ১/০ অজিঙ্কা রাহানে ২ ১১০ ৮২ ৫৫.০০ ০/১ বোলিংয়ে সেরা ৫ বোলার ওভার রান উইকেট সেরা গড় রবীন্দ্র জাদেজা ৭০.০ ১৪৮ ৬ ৪/৭৮ ২৪.৬৬ রবিচন্দ্রন অশ্বিন ৫৯.২ ১৭১ ৬ ৪/৭৩ ২৮.৫০ ইশান্ত শর্মা ৩৩.০ ১০৯ ৩ ২/৪০ ৩৬.৩৩ উমেশ যাদব ৩৭.০ ১১৭ ৩ ৩/৮৪ ৩৯.০০ তাসকিন আহমেদ ৩২.০ ১৭০ ৩ ২/৪৩ ৫৬.৬৬ স্পোর্টস রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনা ছিল ম্যাচটিকে ঘিরে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকল একটি ইতিহাসের। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর গত বৃহস্পতিবার ছিল সেইদিন। তবে বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে ৯ নম্বর র‌্যাঙ্কিংধারী হিসেবে বাংলাদেশের অসম লড়াইটা পাঁচদিন পর্যন্ত গড়ানো নিয়েই ছিল সবার সন্দেহ। আবার অনেকে মনে করছিলেন ইতিহাসই না আবার গড়ে ফেলে টাইগাররা অবিস্মরণীয় কিছু করে। তবে এসবের কিছুই হয়নি। স্বাভাবিক নিয়মেই খেলার ফলাফল হয়েছে। শেষদিন পর্যন্ত লড়াই করে অবশেষে ২০৮ রানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাট-বলের নৈপুণ্যেও বাংলাদেশের ক্রিকেটারদের পিছিয়ে রেখেছে ভারতীয়রাই। তবে একেবারে খারাপও যায়নি বাংলাদেশের ব্যাটিং-বোলিং। রাজীব গান্ধী স্টেডিয়াম গড়ে তোলা হয়েছিল ব্যাটিং স্বর্গ হিসেবে। আর সেখানে টস জিতে যায় স্বাগতিক দলই। বোলারদের কিছুই করার নেই সেটা বল মাঠে গড়ানোর পর থেকেই নিশ্চিত হয়ে যায়। ভারতীয় দল রানের পাহাড় গড়ে ফেলে। অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি ছাড়াও ঋদ্ধিমান সাহার অপরাজিত এবং মুরালি বিজয়ের সেঞ্চুরি ছিল। ঐতিহাসিক এই টেস্টে এ তিন ক্রিকেটারই রেকর্ডের পাতায় প্রবেশ করেন। যুগে যুগে হয় তো আরও টেস্ট খেলা হবে। তখনও ভারতের বুকে এই টেস্টের পারফর্মেন্সগুলো তুলনায় আসবে। ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দলের একমাত্র জেনুইন স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তিনি ৩ উইকেট শিকার করেন, আর অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চমক দেখানো মেহেদী হাসান মিরাজ নেন দুই উইকেট। তবে দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলের ব্যাটসম্যানদের প্রথমদিকে কাঁপিয়ে দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ওই তাসকিনই দাপট দেখান। তার সঙ্গে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও জ্বলে ওঠেন। যদিও ভারতের দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেয়াতে উইকেট দ্রুত পতন ঘটেছে। এর মধ্যে চেতেশ্বর পুজারা অর্ধশতক হাঁকান। বাকিরা তেমন বড় রান করতে পারেননি। তাসকিন-সাকিব দুটি করে উইকেট নেন। আগেভাগেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক মুশফিকুর রহীম ও সাকিবের দারুণ ব্যাটিংয়ে ভালই জবাব দিয়েছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ ৬৮৭ রান করার পর যে চাপটা থাকে সেই অবস্থায় এমন ব্যাটিং করাটা কঠিনই যেকোন সফরকারী দলের জন্য। আর বাংলাদেশ দলের ছিল এটাই প্রথম ভারত সফর। তবে ৩৮৮ রান তুলে ফেলে মুশফিকের ১২৭ আর সাকিবের ৮২ রানের সুবাদে। আর ব্যাটসম্যান হিসেবে মিরাজ তার পরিচয়টাও প্রথমবারের মতো দেখিয়েছেন অর্ধশতক হাঁকিয়ে। আগের চার টেস্টে ব্যাট হাতে সর্বোচ্চ ১০ রানের ইনিংস খেলা মিরাজ এবার প্রথম ইনিংসে ৫১ এবং দ্বিতীয় ইনিংসে করেছেন ২৩। উভয় ইনিংসে বাংলাদেশের সর্বনাশটা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাই করেছেন। ব্যাটিংয়ে কোহলি আর বোলিংয়ে অশ্বিন-জাদেজা এগিয়ে নৈপুণ্যের মাপকাঠিতে।
×