ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজহারউদ্দিন ও গাভাস্কারকে পেছনে ফেললেন কোহলি

প্রকাশিত: ০৫:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আজহারউদ্দিন ও গাভাস্কারকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস রিপোর্টার হায়দরাবাদ থেকে ॥ মুশফিককে আউট করেই দ্রুততম ২৫০ উইকেট শিকার করেন রবীচন্দ্রন অশ্বিন। তাই সেই বলে মুশফিকের কাছ থেকে অটোগ্রাফ নিয়েছেন অশ্বিন। আরেকদিকে অশ্বিনের সঙ্গে একটু কথা বলার জন্য সময় চেয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দেখতে ভালই লাগে। দুই দলের ক্রিকেটারদের মধ্যে কী সুন্দর আদান প্রদান। কিন্তু মাঠে এরাই শত্রু। তাতে জয়ী ভারত। বাংলাদেশের ইনিংসে ধস নামিয়ে জয়ী অশ্বিন। আরেকজন আছেন, যিনি সবাইকে ছাপিয়ে। তিনি বিরাট কোহলি। এক দ্বিশতকেই বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়েছেন। আবার হায়দরাবাদেই বাংলাদেশের বিপক্ষে ২০৮ রানে জিতে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে ১৫ টেস্ট জিতে হায়দরাবাদের ছেলে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে পেছনে ফেলেছেন কোহলি। আবার টানা ১৯ টেস্টে অপরাজিত থেকে ভারতের সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কারকেও ছাপিয়ে গেছেন। ভারতের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে জেতার তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন কোহলি। ২৩ টেস্টে নেতৃত্ব দিয়ে ১৫টিতেই জিতেছেন। ৪৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ১৪ টেস্ট জেতা ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে পেছনে ফেলে দিয়েছেন। কোহলির উপরেই আছেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলী (৪৯ ম্যাচে ২১ জয়)। সবার উপরে আছেন মহেন্দ্র সিং ধোনি (৬০ ম্যাচে ২৭ জয়)। আগেই আজহারউদ্দিনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। ইংল্যান্ডকে ৪-০ তে সিরিজে হারিয়ে অধিনায়ক হিসেবে ১৪ টেস্ট জিতে আজহারউদ্দিনের পাশে বসেছিলেন কোহলি। এবার বাংলাদেশের বিপক্ষে জয়ে আজহারউদ্দিনকেও ছাপিয়ে গেলেন ২৮ বছর বয়সী কোহলি। সমীকরণটা সহজই ছিল। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে হারাতে পারলেই আজহারউদ্দিনকে টপকে যাবেন কোহলি। অধিনায়ক হিসেবে টানা ছয় টেস্ট সিরিজ জয়ের স্বাদও পেয়েছেন কোহলি। ২০১৫ সালে শ্রীলঙ্কাকে (২-১) হারিয়ে সেই জয়যাত্রা শুরু কোহলিবাহিনীর। এরপর দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাটিতে ৩-০ তে, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ২-০ তে, নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৩-০ এবং ইংল্যান্ডকে ঘরের মাটিতেই ৪-০ তে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেছেন কোহলি। কোহলির অধীনে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হয়েছে। কোহলির নেতৃত্বে টানা ১৯ ম্যাচে অপরাজিত আছে ভারত। বাংলাদেশের বিপক্ষে টেস্টটির আগে কোহলি ও গাভাস্কার একই অবস্থানে ছিলেন। ১৯৭৬-১৯৮০ সালে সুনীল গাভাস্কারের নেতৃত্বে টানা ১৮ টেস্টে অপরাজিত ছিল ভারত দল। এবার হায়দরাবাদ টেস্ট জিতে গাভাস্কারকেও পেছনে ফেললেন কোহলি। অধিনায়ক হিসেবে প্রথম ২৩ টেস্টে কোহলির চেয়ে বেশি টেস্ট জিতেছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (১৭)। কোহলির সমান ১৫টি করে টেস্ট জিতেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ইংল্যান্ডের মাইকেল ভন। প্রথম ইনিংসে দ্বিশতক করে কোহলি গড়েছিলেন ইতিহাস। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সিরিজে করেছিলেন দ্বিশতক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতে আরও রেকর্ড নিজের করে নিলেন। আজহারউদ্দিন ও গাভাস্কারকে পেছনে ফেলেছেন। জো রুট ইংল্যান্ড টেস্ট অধিনায়ক স্পোর্টস রিপোর্টার ॥ প্রত্যাশিতভাবে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন জো রুট। সম্প্রতি এ্যালিস্টার কুক সরে দাঁড়ানোর পর সাদা পোশাকের নেতৃত্বে তুখোড় এই ব্যাটসম্যানের নামই শোনা যাচ্ছিল। যদিও ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে দুইদিন পরে আনুষ্ঠানকি ঘোষণা দেয়া হবে। তবে ইসিবি ডিরেক্টর এ্যান্ড্রু স্ট্রাস স্থানীয় সংবাদ মাধ্যমকে বিষয়টি আগেই নিশ্চিত করেছেন। রুট নিজেও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি টেস্টের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন দেশটির ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক কুক। স্ট্রাস এরপর দলের সিনিয়র সদস্য স্টুয়ার্ট ব্রড, জেমস এ্যান্ডারসন, মঈন আলি এবং জস বাটলারের সঙ্গে কথা বলেন। নতুন অধিনায়ক দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে। স্ট্রস বলেন, ‘রুট দুর্দান্ত ব্যাটসম্যান, চমৎকার মানুষ। কাউন্টি ক্রিকেটে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। দলের সবার সঙ্গেই ওর সম্পর্ক বেশ ভাল। সিনিয়রদের আপত্তি নেই। আমার বিশ্বাস তার হাত ধরে ইংল্যান্ডের ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে যাবে।’ ব্রিটেনের প্রভাবশালী এক সংবাদ মাধ্যমকে বলেন স্ট্রাস। আর ইসিবির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে নতুন অধিনায়ক রুট বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। আমি গর্ববোধ করছি। আশা করছি সবাইকে নিয়ে ভাল কিছু করতে পারব।’ এর আগে রুটকে সমর্থন জানিয়ে কুক বলেন, ‘রুট ব্যাটসম্যান হিসেবে আগেই নিজের যোগ্যতা দেখিয়েছে। অধিনায়ক হিসেবেও ভাল করবে বলে মনে করি। ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার জন্য সেই যোগ্য ক্রিকেটার।
×