ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ড্রয়ের পথে

প্রকাশিত: ০৫:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ড্রয়ের পথে

বাংলাদেশ ক্রিকেট লীগ স্পোর্টস রিপোর্টার ॥ এখন পর্যন্ত একটি মাত্র ইনিংস পুরোপুরি শেষ হয়েছে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ৪৯০ রানে গুটিয়ে যাওয়ার পর এখনও শেষ হয়নি উত্তরাঞ্চলের প্রথম ইনিংস। এ কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে। প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে তৃতীয় দিনশেষে এমন পরিস্থিতি। অপর ম্যাচে আজ শেষদিনে নাটকীয়তার অপেক্ষা। ফতুল্লায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৭৯ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ৭ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। আজ শেষদিনে তাদের জিততে প্রয়োজন আরও ২৭২ রান এবং দক্ষিণাঞ্চলের দরকার ৯ উইকেট। ফতুল্লায় প্রথম দুইদিনে দু’দলের একটি করে ইনিংস শেষ হয়। দক্ষিণাঞ্চল ২৬০ রানে প্রথম ইনিংস শেষ করার পর মধ্যাঞ্চল করে ২৯৯ রান। তবে তৃতীয় দিনে খেলার মোড় পাল্টে গেছে। শাহরিয়ার নাফীসের পর বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ব্যাট হাতে ঝড় তুলে অর্ধশতক হাঁকান। আর সে কারণে ৩১৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে দক্ষিণাঞ্চল। নাফীস ১৪০ বলে ৯ চারে ৭২ রান করে সাজঘরে ফেরেন। তুষার ইমরান ৪৪, জিয়াউর রহমান ৩৪ রানের দুটি ইনিংস খেললেও বিপদেই ছিল তারা। ১৯৫ রানে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। এরপরই রাজ্জাক ঝড় তোলেন। তিনি মাত্র ৬১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ফলে ৩১৭ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণাঞ্চল- লিড দাঁড়ায় ২৭৮ রানের। চারটি করে উইকেট নেন শুভাহত হোম ও তাইবুর রহমান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এবারই প্রথম ম্যাচে ১০ উইকেট শিকার করলেন শুভাগত। প্রথম ইনিংসে তিনি ৬ উইকেট শিকার করেছিলেন। ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৭ রান তুলেছে মধ্যাঞ্চল। সাদমানকে ৬ রানে ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আজ শেষদিনে জয়ের জন্য আরও ২৭২ রান দরকার তাদের। চট্টগ্রামে দ্বিতীয় দিন বিনা উইকেটে ২৮ রান নিয়ে শেষ করেছিল উত্তরাঞ্চল। তৃতীয় দিন তারা ছিল বেশ সতর্ক। ৬১ রানে প্রথম উইকেট হারানোর পর অবশ্য বিপর্যয়ে পড়ে ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে। কিন্তু নাঈম ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে অবস্থার পরিবর্তন ঘটে তাদের। তাকে ভালই সঙ্গ দিয়েছেন অন্যরা। নাঈম ২২৬ বলে ১০ চারে ৮৫ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ২৭৬ রান তুলে দিন শেষ করে উত্তরাঞ্চল। এখনও তারা পিছিয়ে ২১৪ রানে। আজ শেষদিনে তাই ড্র ছাড়া অন্যকিছু ভাবা যাচ্ছে না এ ম্যাচটি নিয়ে। স্কোর ॥ পূর্র্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ॥ ফতুল্লা ॥ পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ৪৯০/১০; ১৬৯.৫ ওভার (ইয়াসির ১১০, আফিফ ১০৫, ইমতিয়াজ ৮১, জাকির ৬৪, আবুল ৪৬; ইয়াসিন ৩/৬১, সানজামুল ৩/১৩১)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- আগের দিন ২৮/০; ৮ ওভার (শান্ত ১৩*, জুনায়েদ ১৫*) ও তৃতীয় দিন- ২৭৬/৬; ৯৮ ওভার (নাঈম ৮৫*, ধীমান ৪০, শান্ত ৩৫, সোহরাওয়ার্দী ৩৫*; কাপালি ১/১৫, তাসামুল ১/২৮)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ২৯৯/১০; ৯১ ওভার (শুভাগত ১০০, সাইফ ৪৯, তাইবুর ৪৪, মজিদ ৩৮; রাজ্জাক ৪/১১৮, রুবেল ২/৫৭) ও দ্বিতীয় ইনিংস- ৭/১; ৪ ওভার (সাদমান ৬; মুস্তাফিজ ১/১)। *তৃতীয় দিনশেষে বিজেএমসির বার্ষিক ক্রীড়া স্পোর্টস রিপোর্টার ॥ ৯-১২ ফেব্রুয়ারি পর্যন্ত ডেমরার করিম জুট মিলস মাঠে অনুষ্ঠিত হলো বিজেএমসির ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট সচিব (ভারপ্রাপ্ত) শুভাশীষ বসু। প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেএমসির পরিচালকম-লী, সচিব, প্রকল্পপ্রধানগণ, বিভিন্ন ইভেন্টের টিম ম্যানেজার, প্রশিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৩ অঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা) প্রায় ২২৬ ক্রীড়াবিদ মোট ৩২ ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা অঞ্চল প্রথম স্থান অধিকার করে। ভ্যাট্যার্ন হকি প্রীতি ম্যাচ লন্ডন ইউকে দলকে হারাল বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড়দের মিলনমেলা বা হাট বসেছিল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। সুদূর অতীতে যারা ঘাসের মাঠ কাঁপিয়েছিলেন, তারাই এবার মাতালেন নীল টার্ফ। ক্লাব দল ও জাতীয় দল তাদের নৈপুণ্যেই জিতেছে অনেক ম্যাচ। তাদের কল্যাণেই এগিয়েছে বাংলাদেশের হকি। তবে সময়ের পরিক্রমায় তারা এখন সবাই যে যার কাজে ব্যস্ত। বহুদিন, বহু বছর হাতে তুলে নেননি হকি স্টিক। অনেকেই বুড়িয়ে গেছেন, মুটিয়ে গেছেন। কিন্তু তাদের সবার হৃদয়ে এখনও বেঁচে আছে হকি। লন্ডনের বাঙালী ভ্যাট্যার্ন হকি দল ‘বেঙ্গল টাইগার্স ইউকে’ গতকাল মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়দের সংগঠন ভ্যাট্যার্ন হকি বাংলাদেশের। লন্ডনের দলটিকে ২-১ গোলে হারায় বাংলাদেশ দল। জয়ী দলের ফয়সাল আহসানউল্লাহ জোড়া গোল করেন। সফরকারীদের হয়ে এক গোল শোধ করেন আবু সালেক। বাংলাদেশ দলের হয়ে খেলেনÑ আয়াজ, ওস্তাদ ফজলু, ফয়সাল, মাহবুব হারুন, মামুনুর রশিদ, কিসমত, রফিকুল ইসলাম কামাল প্রমুখ।
×