ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবলের গ্রুপিং ড্র ও ট্রফি উন্মোচন

প্রকাশিত: ০৫:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

শেখ কামাল ফুটবলের গ্রুপিং ড্র ও ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ লেজার শো, ঝলমলে মঞ্চ, হ্যান্ডসাম ও সুন্দরী মডেলদের ক্যাটওয়াক, অভিনেত্রী-মডেল মেহজাবিনের মনোমুগ্ধকর গ্রুপড্যান্স পারফর্মেন্স ... এসবের মাঝেই সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবল আসরের ট্রফি উন্মোচন এবং গ্রুপিং অনুষ্ঠান। ছয় জাতির এই আসরে অংশ নেবে মোট আটটি ক্লাব, যাদের মধ্যে পাঁচটি বিদেশী এবং তিনটি বাংলাদেশী ক্লাব। ‘এ’ গ্রুপে আছে ঢাকা আবাহনী লিমিটেড, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, দক্ষিণ কোরিয়ার ফুটবল ক্লাব পোয়েচন এবং কিরগিজস্তানের ফুটবল ক্লাব আলগা। ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আফগানিস্তানের শাহিন আসমায়ি, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং নেপালের মানাং মারসিয়াংদি। শক্তির বিচারে ঢাকা আবাহনীর গ্রুপটা কঠিনÑ এমনটাই বলছেন অনেক ফুটবলবোদ্ধারা। কেননা এই গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া ও কিরগিজস্তানের মতো দেশের শক্তিশালী ক্লাব। আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় আসর। ২০১৫ সালে চট্টগ্রামে শুরু প্রথম আসরে অনেক বাধা বিপত্তি পোহাতে হয় আয়োজকদের। ভুলত্রুটিও ছিল অনেক। অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের আসরটি আরও জাঁকজমকপূর্ণ করতে বদ্ধপরিকর আয়োজকরা। এবার প্রাইজমানির পরিমাণও বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার (গতবার ছিল ২৫ হাজার)। রানার্সআপ দল পাবে ১৫ হাজার ডলার (আগের ছিল ১০ হাজার ডলার)। ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠানে গত আসরের আদ্যোপান্ত ভিডিও প্রজেক্টরে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এমএ লতিফ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি (বাফুফে) কাজী মোঃ সালাউদ্দিন এবং চট্টগ্রাম আবাহনীর সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি সদস্য সামশুল হক চৌধুরী এমপি প্রমুখ। ড্র অনুষ্ঠানের আগে আট ক্লাবের জার্সি পরে এবং দেশগুলোর সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গানের সুরে সুরে মডেলরা ক্যাটওয়াক করেন। তবে এ অনুষ্ঠানের সৌন্দয্য ম্লান হয়েছে মূল দুই উপস্থাপকদের অনেক সময় বসিয়ে রেখে আয়োজক কর্তৃপক্ষের একজনের ভুলভাল উপস্থাপনা, তার কণ্ঠে আমন্ত্রিত অতিথিদের ভুল নাম এবং পদবি উচ্চারণ করায়।
×