ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কটিশদের হারে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

স্কটিশদের হারে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষাটা ছিল কাগজ কলমে। কিন্তু নেট রানরেটে এতটাই এগিয়ে ছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল যে সুপার সিক্সে ওঠাটা নিশ্চিতই ছিল। তবে ২০১৭ মহিলা বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দল ৬ উইকেটে পাকিস্তান মহিলা দলের কাছে হেরে যাওয়াতে সেটা কাগজে কলমে নিশ্চিত হলো। সুপার সিক্সে ওঠার ফলে আগামী ৪ বছরের জন্য ওয়ানডে মর্যাদাটাও অটুট থাকল রুমানা আহমেদের দলের। এছাড়া ‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এবং ‘এ‘ গ্রুপ থেকে ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সুপার সিক্সে উঠেছে। এবার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য কঠিন অগ্নিপরীক্ষা ছিল বিশ্বকাপ বাছাই। কারণ, সাম্প্রতিক সময়ে নিজেদের বাজে ফর্মের কারণে ক্রমেই পিছিয়ে পড়ছিল বাংলাদেশের মেয়েরা। এমনকি এশিয়া কাপেও বাজে নৈপুণ্য দেখিয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই খেলতে আসার আগেই দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। আর এসব কারণে বিশ্বকাপ বাছাইয়ে এবার শঙ্কা ছিল বাংলাদেশ মহিলা দলকে নিয়ে। ভয় ছিল প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ার। কিন্তু অধিনায়ক রুমানা আহমেদ আশা প্রকাশ করেছিলেন দুর্দান্ত কিছু করে দেখানোর। তিনি দলের লক্ষ্য নিয়ে জানিয়েছিলেন যে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে চান। অবশ্য প্রাথমিক লক্ষ্য হিসেবে সুপার সিক্সে ওঠার কথাও জানিয়েছিলেন তিনি। সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে। দলকে নিয়ে এবার শ্রীলঙ্কা যাওয়ার আগে রুমানা বলেছিলেন, ‘সব দলেরই লক্ষ্য বিশ্বকাপে খেলার। এটা চূড়ান্ত পর্ব সেই মঞ্চে যাওয়ার। আমাদের দলটা সেই স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে খুব একটা দূরে নেই। আমরা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। কিন্তু টুর্নামেন্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দুটো দল খেলার কারণে এটা সহজ হবে না। পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে বড় প্রতিপক্ষ হিসেবে।’ রুমানার কথা অনুসারেই সুপার সিক্সের লাইনআপ হয়েছে। যাদের বড় প্রতিপক্ষ হিসেবে চিন্তা করেছেন তারাই উঠেছে সেরা ছয়ের মোকাবেলায়। স্কটিশ মেয়েরা অবশ্য পাকিস্তানকে হারিয়ে দিলে অন্যরকম হতে পারত সবকিছু। কিন্তু মাত্র ৯১ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। জবাবে পাক মেয়েরা ২৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে জয় পায়। অপর ম্যাচে পাপুয়া নিউগিনির মেয়েদের ১০ উইকেটে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের সবই জিতে ৮ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবেই সুপার সিক্সে উঠেছে প্রোটিয়া মেয়েরা। আর ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পাকরা, রুমানাদের পয়েন্ট ৪ ম্যাচে ৪। ‘এ’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে উঠেছে ভারত, দ্বিতীয় হিসেবে শ্রীলঙ্কা ও তৃতীয় হয়ে আয়ারল্যান্ড। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েদের খেলতে হবে ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যে। সুপার সিক্স শেষে সেরা চারটি দল সেমিতে উঠবে এবং তারাই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৪ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপ ক্রিকেট। ২০১১ সালে সর্বশেষবার বিশ্বকাপ বাছাই খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল আসরটি। ওই আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পঞ্চম হয়েছিল সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ। ফলে ওয়ানডে মর্যাদা লাভ করেছিল। এবারও সেই মর্যাদা ধরে রাখা নিশ্চিত হয়েছে।
×