ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ভারত-বাংলাদেশ

স্কোর কার্ড বাংলাদেশ-ভারত টেস্ট ভেন্যু ॥ হায়দরাবাদ টস ॥ ভারত (ব্যাটিং) ভারত প্রথম ইনিংস ৬৮৭/৬ (ইনিংস ঘোষণা) কোহলি ২০৪, ঋদ্বিমান ১০৬*, বিজয় ১০৮; তাইজুল ৩/১৫৬ ও দ্বিতীয় ইনিংস ১৫৯/৪; ইনিংস ঘোষণা; (পুজারা ৫৪*, জাদেজা ১৬*; তাসকিন ২/৪৩, সাকিব ২/৫০)। বাংলাদেশ প্রথম ইনিংস ৩৮৮/১০; মুশফিক ১২৭, মিরাজ ৫১; যাদব ৩/৮৪ ও দ্বিতীয় ইনিংস চতুর্থদিন শেষে ১০৩/৩; সৌম্য ৪২, মুমিনুল ২৭, সাকিব ২১*, মাহমুদুল্লাহ ৯*; অশ্বিন ২/৩৪)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (টার্গেট ৪৫৯) রান বল ৪ ৬ মাহমুদুল্লাহ ক ভুবনেশ্বর ব ইশান্ত ৬৪ ১৪৯ ৭ ০ সাকিব ক পুজারা ব জাদেজা ২২ ৫০ ৪ ০ মুশফিক ক জাদেজা ব অশ্বিন ২৩ ৪৪ ২ ১ সাব্বির এলবি. ব ইশান্ত ২২ ৬১ ৩ ১ মিরাজ ক ঋদ্বিমান ব জাদেজা ২৩ ৬১ ৪ ০ রাব্বি নটআউট ৩ ৭০ ০ ০ তাইজুল ক রাহুল ব জাদেজা ৬ ২৪ ১ ০ তাসকিন এলবি. ব অশ্বিন ১ ৭ ০ ০ অতিরিক্ত (বা ৪, লেবা ৭, নো ৩) ১৪ মোট (অলআউট; ১০০.৩ ওভার) ২৫০ উইকেট পতন ॥ ১/১১ (তামিম), ২/৭১ (সৌম্য), ৩/৭৫ (মুমিনুল), ৪/১০৬ (সাকিব), ৫/১৬২ (মুশফিক), ৬/২১৩ (সাব্বির), ৭/২২৫ (মাহমুদুল্লাহ), ৮/২৪২ (মিরাজ), ৯/২৪৯ (তাইজুল), ১০/২৫০ (তাসকিন)। বোলিং ॥ ভুবনেশ্বর ৮-৪-১৫-০, অশ্বিন ৩০.৩-১০-৭৩-৪, ইশান্ত ১৩-৩-৪০-২, যাদব ১২-২-৩৩-০, জাদেজা ৩৭-১৫-৭৮-৪। ফল ॥ ভারত ২০৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ বিরাট কোহলি (ভারত)।
×