ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্তে অটল মরিনহো!

প্রকাশিত: ০৫:১২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

সিদ্ধান্তে অটল মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ গুঞ্জন ছিল জুয়ান মাতাকে বিক্রি করে দেবেন জোশে মরিনহো। তবে সব শঙ্কা উড়িয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। এ বিষয়ে স্পেশাল ওয়ান মরিনহো বলেন, ‘যখন এখানে আমি এসেছিল তখন অনেকেই ভেবেছিলেন সমস্যায় পড়বে মাতা। কিন্তু আমি তার কিছুই দেখতে পাইনি। কারণ চেলসিতে আমি যেভাবে ফুটবল খেলেছি ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিক সেভাবে খেলছি না। আর এখানে যেভাবে খেলতে চেয়েছি মাতা তার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। তাছাড়া ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর থেকেই আমি ধরে নিয়েছিলাম যে সে হবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবং আমি মনে করি সেই আস্থা মাতা আমার উপরে রেখেছে। তাই এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডে সুখী ফুটবলার।’ এদিকে চলতি মৌসুম শুরুর আগে জোশে মরিনহোর টানেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন জ¬াতান ইব্রাহিমোভিচ। এরপর থেকেই দুর্দান্ত খেলছেন সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এই সুইডিশ স্ট্রাইকার। তার পারফর্মেন্সে মুগ্ধ বিমোহিত ক্লাব কর্তৃপক্ষ। যে কারণেই আগামী মৌসুমের জন্যও তাকে ওল্ড ট্র্যাফোর্ডে রেখে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার জোশে মরিনহোও জানিয়েছিলেন তা। সাবেক রিয়াল মাদ্রিদের পর্তুগীজ কোচ বলেছিলেন, ২০১৭-১৮ মৌসুমেও ওল্ড ট্র্যাফোর্ডে থাকবে ইব্রাহিমোভিচ। স্পেশাল ওয়ানের সেই মন্তব্যের পর মুখ খুলেছেন ৩৫ বছর বয়সী ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘এখনও তার কোন কিছুই হয়নি। অপেক্ষা করব দেখা যাক কি হয়।’ ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই তার ঐতিহ্য গৌরব সবই হারাতে থাকে ক্লাবটি। ডেভিড মোয়েস-লুইস ভ্যান গাল কোন কোচই ধরতে পারেনি রেড ডেভিলদের হার। অবশেষে এই মৌসুমে জোশে মরিনহোকে নিয়োগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
×