ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফল উৎপাদন প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ফল উৎপাদন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ছলিমপুর ইউনিয়নের বক্তারপুরে হটিকালচার সেন্টারের আয়োজনে ও নুরন্নহার কৃষি খামারের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ৬০ কিষান-কিষাণীকে নিয়ে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও বসতবাড়িতে ফল উৎপাদন প্রযুক্তি এবং পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন, উপ-পরিচালক হটিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনা আজাহার আলী। জয় বাংলা নারী উন্নয়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরন্নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল, উদ্যান তত্ত্ববিদ হোসেন শহীদ সরোওয়ার্দী ও সাংবাদিক শফিউল আলম দুলাল।
×