ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণ ॥ সিলেটে ডিসি অফিসের কর্মচারী সাসপেন্ড

প্রকাশিত: ০৫:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ঘুষ গ্রহণ ॥ সিলেটে ডিসি অফিসের কর্মচারী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঘুষ গ্রহণের অভিযোগে দুদক টিমের হাতে আটক সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সিলেটের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে আটক করা হয়। তাকে আটক করার পর জেলা প্রশাসনের কর্মচারীরা দুদক টিমের ওপর চড়াও হয়। এতে দুদকের দুই কর্মকর্তা আহত হন। ওইদিন রাতেই দুদক কর্মকর্তা বাদী হয়ে কাতোয়ালি থানায় জিডি করেন। এ ঘটনা তদন্তে ১১ ফেব্রুয়ারি দুপুরে সিলেট আসেন দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত ও অনুসন্ধান) আসাদুজ্জামান। সিলেট এসে তিনি দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ৯ ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে দুই পক্ষের বক্তব্য শুনেন। দু’দিন সিলেটে অবস্থানের পর তিনি ঢাকায় ফিরে যান।
×