ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

প্রকাশিত: ০৫:০২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে সোমবার দু’টি সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আব্দুস সালাম (৬৫)। সে ঢাকার আশুলিয়ার (ইপিজেড) সুগন্ধিপন্ডা এলাকার বাসিন্দা। সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সোমবার নাতি সিয়ামকে (৮) নিয়ে আব্দুস সালাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা সালাম নিহত ও তার নাতি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত সিয়ামকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া একইদিন কালিয়াকৈরের চন্দ্রার ওয়াল্টন কারখানার সামনে কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় যুবক নিহত হয়েছে। আনুমানিক ২২ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট, সবুজ রঙের হাফ গেঞ্জি ও কালো জ্যাকেট রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাশবাড়ীতে ট্রলিচালক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ঝালিঙ্গী এলাকায় সোমবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ট্রলিচালক ফেরদৌস এলাহী (৩৬) নিহত এবং হেলপার আহত হয়। নিহত ফেরদৌস এলাহী সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। পার্বতীপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, হ্যাচারী-সংলগ্ন হাইওয়েতে সোমবার সকাল ১০টায় ফয়জার রহমান (৬০) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার বাড়ি পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালীয়া সরকারপাড়ায়। তিনি সকালে বাড়ি থেকে চার্জার ভ্যানযোগে পার্বতীপুর শহরের পাশর্^বর্তী বড় বিত্তিপাড়ায় অসুস্থ মেয়েকে দেখার জন্য আসছিলেন। এ সময় সিমেন্টভর্তি ট্রাকটি (ট-১৪৬১, ঢাকা মেট্রো) ধাক্কা দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। নীলফামারীতে সেলসম্যান স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ফুড প্রোডাক্ট কোম্পানির সেল্সম্যান বাইসাইকেল আরোহী বুলবুল হোসেন (২৬)। নিহত নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত. আবদুল আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১১টার দিকে নীলফামারী শহর হতে ‘মাশরাফি ফুড প্রোডাক্ট লিমিডেটের’ সেলসম্যান বুলবুল বাইসাইকেল চালিয়ে নিজব বাড়ি ফিরছিল। এ সময় ডোমার নীলফামারী সড়কের বনবিভাগ নামক স্থানে দিনাজপুরগামী ধানবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়।
×