ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

  টুকরো খবর

আহত কলেজছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র জহুরুল ইসলাম (১৯) মারা গেছে। ঘটনার ৭ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়েছে। জহুরুল ইসলাম পুঠিয়ার বানেশ্বর ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার জিউপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের বাজারে একই গ্রামের দেছের আলীর ছেলে জুয়েল রানার সঙ্গে জহুরুল ক্যারাম খেলছিল। এনিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা পাশে থাকা একটি লাঠি দিয়ে জহুরুলের মাথায় আঘাত করে। পড়ে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ট্রেনের ধাক্কায় ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১৩ ফেব্রুয়ারি ॥ লাকসামে ট্রেনের ধাক্কায় স্থানীয় ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে উত্তর লাকসাম রেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, লাকসাম রেলওয়ে জংশনে দক্ষিণে আউটার সিগনালের কাছে উত্তর লাকসাম রেলক্রসিংয়ে রবিবার রাতে লাকসাম পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন (২০) মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম রেলক্রসিংয়ে উঠামাত্র ডাবল লাইনের উভয় দিক থেকে দুটি ট্রেন আসলে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে রবিউল হোসেন পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় শ্রমিক লীগ নেতা উত্তর লাকসাম গ্রামের আবুল কাশেমের ছোট ছেলে রবিউল হোসেন ন.ফ সরকারি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র। সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারসহ সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেনÑ স্থানীয় দৈনিক কালের চিত্র সম্পাদক আবু আহমেদ, দক্ষিণ মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, শেখ সাইফুল বারী সফু প্রমুখ। দেশব্যাপী সরকারদলীয় লোকজনদের হাতে সাংবাদিক হত্যা, নির্যাতন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ১৩ ফেব্রুয়ারি ॥ রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের জন্য অধিগ্রণ করা জমিতে বসবাসরত ২৭ পরিবার তাদের জমি অধিগ্রহণ না করার দাবিতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। শহরের হেচারি এলাকার এসব বাসিন্দাদের জমি অধিগ্রহণ না করার জন্য সরকারের কাছে জোর দবি জানান। এলাকার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ভুবনেশ্বর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়েছেন, রাসেল চাকমা, আদিবাসী ফোরামের সদস্য বিজয় কেতন চাকমা, রবি মোহন চাকমা প্রমুখ। উখিয়ায় ধর্ষণ চেষ্টা, দুই বোন আহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ দুর্বৃত্তরা রক্তাক্ত জখম করেছে উপজাতি এক ছাত্রীকে। তাকে রক্ষা করতে গিয়ে বড় বোন (২৫) ওই দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। তারা দুই বোন থাইংখালীর তেলখোলা গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে নয়টায় তেলখোলার জঙ্গলে এ ঘটনা ঘটে।
×