ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিঠা মেলা

প্রকাশিত: ০৫:০০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পিঠা মেলা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি ॥ ‘শেকড়ের সন্ধানে হৃদয়ের টানে’Ñ এই সেøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দুইদিনব্যাপী অনুষ্ঠিত পউষ মেলা ও পিঠা উৎসব শেষ হয়েছে। শহর থেকে ৫ কিমি উত্তরে সদর উপজেলার লোকায়ন জীববৈচিত্র জাদুঘরের রবীন্দ্র মঞ্চে সোমবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাওয়াইয়া গান, কবিতা আবৃত্তি ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়। এ উৎসবে নানান স্বাদের দুই শতাধিক বাহারি পিঠা, পুলি প্রদর্শিত এবং শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল এবং স্বাগত বক্তব্য দেন জাদুঘরের চেয়ারম্যান ড. শহিদ উজ জামান।
×