ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে বাস ও থ্রিহুইলার শ্রমিক সংঘর্ষে আহত ৩০ ॥ গ্রেফতার ১৯

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আমতলীতে বাস ও থ্রিহুইলার শ্রমিক সংঘর্ষে আহত ৩০ ॥ গ্রেফতার ১৯

নিজস্ব সংবাদদাতা, আমতলী, (বরগুনা), ১৩ ফেব্রুয়ারি ॥ সোমবার সকালে বরগুনার আমতলী বাঁধ ঘাট চৌরাস্তায় বাস ও থ্রিহুইলার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ২২ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৯ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আমতলী বাস মালিক ও থ্রিহুইলার মালিকদের মধ্যে রুটে গাড়ি চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান, পুলিশ সুপার বিজয় বসাক ও আমতলী ইউএনও মোঃ মুশফিকুর রহমান ইউএনও’র কক্ষে দু’পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসার কথা ছিল। প্রশাসন উভয় পক্ষকে বৈঠকে বসার আহ্বান করে। এদিকে ওইদিন সকাল ১০টার দিকে বাস ও থ্রিহুইলার শ্রমিকরা বাঁধ ঘাট চৌরাস্তায় অবস্থান নেয়। দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাঁধ ঘাট চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পরে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী মোঃ শাহিন মিয়া ও শানু মিয়া জানান, থ্রিহুইলার শ্রমিকরা মাথায় লাল গামছা বেঁধে হাতে লাঠি নিয়ে বাস শ্রমিকদের ওপর হামলা করেছে। বাস শ্রমিকরাও তাদের প্রতিহতের চেষ্টা করে। পুলিশ উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করেছে। বরগুনা জেলা বাস-মিনি মালিক গ্রুপের লাইন সাধারণ সম্পাদক মোঃ স্বজল মৃধা জানান, থ্রিহুইলার আমতলী সড়কে অবৈধভাবে চলাচল করে। সোমবার সমঝোতা বৈঠকে যাওয়ার সময় থ্রিহুইলার শ্রমিক মালিকরা মাথায় লাল গামছা বেঁধে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা করেছে। থ্রিহুইলার মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, আমাদের ১৪টি থ্রিহুইলার বাস মালিক শ্রমিকরা ভাংচুর করেছে। থ্রিহুইলার শ্রমিকদের সঙ্গে কোন সংঘর্ষ হয়নি। আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্লাহ জানান, এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
×