ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমরা নেটওয়ার্কের নিলাম বাতিলের দাবি

প্রকাশিত: ০৪:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আমরা নেটওয়ার্কের নিলাম বাতিলের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে অর্থ উত্তোলন করতে যাওয়া আমরা নেটওয়ার্কের শেয়ারের নিলামে অনিয়মের অভিযোগ এনে তা পুনরায় নিলামের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের একটি সংগঠন। এজন্য বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চিঠি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামের সংগঠনটি। সংগঠনের সভাপতি এ কে এম মিজান-উর-রশিদ ও সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সোমবার বিএসইসি ও ডিএসইতে দেয়া হয়। উভয় সংস্থার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১০ সালে পুঁজিবাজারে যে মহাধসের সৃষ্টি হয়েছিল তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে ২৩ জন বিনিয়োগকারী আত্মহত্যা করেছিল। বহু বিনিয়োগকারী তাদের শেষ সম্বল হারিয়ে বাজার ছেড়ে চলে গেছে। যারা আছে তারাও অধিকাংশ মানবেতর জীবনযাপন করছে। পুঁজিবাজারে সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার ফরে আস্তে আস্তে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। কিন্তু ঘন ঘন অতিরিক্ত প্রিমিয়ামসহ আইপিও অনুমোদনের ফলে বাজারে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে অযৌক্তিক হারে প্রিমিয়াম নিয়ে ইস্যুকৃত বেশকিছু কোম্পানিকে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সংশোধিত পাবলিক ইস্যু রুলস, ২০১৫ এর আওতায় প্রথম আমরা নেটওয়ার্কস কোম্পানি লিমিটেড বুক বিল্ডিংয়ের মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পায়। ৬ ফেব্রুয়ারি বিডিং শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি শেষ হয়। প্রথম ২ দিন ১২ টাকা ও ১৫ টাকা দরে ১০৫ জন বিনিয়োগকারী প্রায় ১৮ কোটি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু শেষের দিকে একজন বিনিয়োগকারী ৪০ টাকা দরে ৮ লাখ ৭৮ হাজার ও অন্য একজন বিনিয়োগকারী ৪১ টাকা দরে মাত্র ১০০টি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করে। এই আচরণটি অস্বাভাবিক।
×