ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়ার্ন ফেব্রিক শো শুরু হচ্ছে বুধবার

প্রকাশিত: ০০:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ইয়ার্ন ফেব্রিক শো শুরু হচ্ছে বুধবার

অর্থনৈতিক রিপোর্টার॥ ঢাকায় ১১তম ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৭ শুরু হচ্ছে আগামী বুধবার। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সিটিতে এর উদ্বোধন করবেন টেক্সাইল প্রতিমন্ত্রী মির্জা আজম। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়। বলা হয়, প্রথমবারের মতো ঢাকায় চার দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ইতোপূর্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ব্রাজিল, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে এ প্রদর্শনী হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রদর্শনীতে চীন, সিঙ্গাপুর, মালয়শিয়া, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের প্রায় ১৮০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া সর্ব প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ অ্যাপারেল পণ্যের প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
×