ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন দম্পতির ১০৬ বার বিয়ে!

প্রকাশিত: ২০:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন দম্পতির ১০৬ বার বিয়ে!

অনলাইন ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বাসিন্দা ডেভিড এবং লরেন ব্লেয়ার ১৯৮২-এ পরস্পরের সঙ্গে পরিচিত হন। তার পরে প্রেম এবং বিয়ে। প্রথমবার বিয়ের অনুষ্ঠানে স্বাভাবিকভাবে দু'জনেই আবেগে আপ্লুত হন। সেই বিশেষ মুহূর্তটিকে ফিরে পেতে বার বার বিয়ে করতে শুরু করেন। ১৯৮৪ থেকে ২০১৩ পর্যন্ত ডেভিড এবং লরেন মোট ১০৬ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিবারের বিয়ের অনুষ্ঠানকে বর্ণময় করে তুলতে এই দম্পতি নতুন নতুন লোকেশনে গিয়ে বিয়ে করেছেন। লন্ডন, নিউ ইয়র্ক, স্কটল্যান্ড, এমনকি এলভিস প্রিসলির জন্মস্থান গ্রেসল্যান্ডেও তারা বিয়ে করেছেন। একবার তো রোমিও-জুলিয়েটের সেট তৈরি করে বিয়ের আয়োজন করেন ব্লেয়ার দম্পতি। ২০০১-এ তারা 'মোস্ট ম্যারেড কাপল' হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি পান। বিয়ের অঙ্গীকারকে তারা ১০৬ বার নবীকৃত করেছেন বিশেষ বিশেষ দিনে। কখনও তা ভ্যালেন্টাইনস ডে, কখনও তা ক্রিসমাস, কখনও তা আবার ২৯ ফেব্রুয়ারি। ২০১৩ সালে শেষবারের মতো বিয়ে করেন ডেভিড এবং লরেন।
×