ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জর্জিয়ায় এখন বিশ্বের বৃহত্তম পেন্টিং

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

জর্জিয়ায় এখন বিশ্বের বৃহত্তম পেন্টিং

অনলাইন ডেস্ক॥ ১৮৮০ সালে আঁকা হয়েছিল বিশ্বের বৃহত্তম পেন্টিং। ১৫,০০০ বর্গফুটের ওই ছবির ওজন প্রায় ছয় টন। আটলান্টার গৃহযুদ্ধকে চিত্রায়িত করেছে ওই পেন্টিংটি। যুদ্ধক্ষেত্র, সৈন্যদল, ছুটন্ত ঘোড়া, ছিন্নভিন্ন দেহ - এ সবই নিপুণভাবে আকা আছে এই ছবিতে। ছবিটি এতদিন রাখা ছিল আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের গ্র্যান্ট পার্কে। সেখান থেকে প্রায় নয় মাইল দূরে এটিকে সম্প্রতি নিয়ে যাওয়া হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক জাদুঘর অ্যাটলান্টা হিস্টোরি সেন্টারে। গত শুক্রবার পেন্টিংটি সরাতে হিমশিম খান সবাই। ছবিটি সরাতে প্রায় চার তলা বাড়ির সমান দুটি লোহার বিম তৈরি করা হয়। যে ঘরে ছবিটি ছিল, তার ছাদে ফুটো করে লোহার বিম দুটি ঢুকিয়ে দেওয়া হয়। বিমের সঙ্গে ছবিটি আটকে ক্রেন ঢুকিয়ে ছবিটি বের করা হয়। তারপর লরিতে করে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই কাজটি করতে লেগেছে প্রায় দেড় দিন সময়!
×