ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এখনও সক্রিয়

প্রকাশিত: ১৯:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এখনও সক্রিয়

অনলাইন ডেস্ক॥ ১৯৩৯ থেকে ১৯৪৫- বিশ্বের ৩০টিরও বেশি দেশ একযোগে যুদ্ধে নেমেছিল দ্বিতীয় বার। এবং সেবারই পৃথিবী প্রথমবার দেখেছিল পরমাণু বোমার কালো ধোঁয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাদ পড়েনি নীল জলে পরিবেষ্টিত সুন্দরী গ্রিসও। সে দেশের ওপর প্রথম হামলা চালায় ইতালি, ১৯৪০ সালে। কিন্তু, সে সব দিন কেটে গেলেও, যুদ্ধের রেশ আরও একবার উঁকি দিল সম্প্রতি। রবিবার, গ্রিসের দ্বিতীয় বৃহৎ শহর থেসালোনিকির প্রায় ৭৫০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। কারণ জানলে খুব স্বভাবতই ভয় পেয়ে যাবেন সকলে। গত সপ্তাহেই শহরের একটি গ্যাস স্টেশনের তলার অংশে খোড়াখুড়ির সময়ে হঠাৎই একটি বোমা উদ্ধার হয়। প্রায় ২৫০ কিলোগ্রাম ওজনের বোমাটির বেশিরভাগই বিস্ফোরক পদার্থ বলে জানা গেছে। মনে করা হচ্ছে, ১৯৪৩-৪৪ সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'অ্যালায়েড ফোর্স' এই বোমাটি ফেলেছিল গ্রিসের ওপর।
×