ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির ডাম্পিং স্টেশন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ

প্রকাশিত: ০৯:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ডিএনসিসির ডাম্পিং স্টেশন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দর রানওয়েসংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জন্য ডাম্পিং স্টেশন নির্মাণকাজের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত র‌্যার-১১-এর চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের আপীল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। রবিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়। রুলে ডাম্পিং স্টেশন নির্মাণকাজ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আপীল গ্রহণ ॥ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি র‌্যাব-১১-এর চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের আপীল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপীল শুনানির জন্য অনুমতি চেয়ে করা আবেদন রবিবার হাইকোর্টের বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রহণ করে। রিট দায়ের ॥ সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে হাইকোর্টে। রিটে নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন (নিয়োগ) বাতিল, সঙ্গে শপথ গ্রহণের বিষয়টি স্থগিত করতে বলা হয়। রবিবার সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
×