ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাদের মূল সমস্যা তিন ধারার শিক্ষাব্যবস্থা ॥ সিরাজুল ইসলাম চৌধুরী

প্রকাশিত: ০৯:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আমাদের মূল সমস্যা তিন ধারার শিক্ষাব্যবস্থা ॥ সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের মূল সমস্যা হচ্ছে তিন ধারার শিক্ষাব্যবস্থা। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। এই রাষ্ট্র পাকিস্তানী জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে। কিন্তু আজও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটেনি। রবিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক’ বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক শ্যামল কান্তি ভক্ত, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক সফি উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ ভূঁইয়া, মমতাজ লতিফ, অধ্যাপক মোঃ আজমল হোসেন প্রমুখ। সভায় ‘পঁচিশ বছরের শিক্ষাব্যবস্থার দর্পণ : সম্পাদকীয় শিক্ষাবার্তা(দ্বিতীয় খ-)’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজকে হেফাজত সুপ্রীমকোর্টের ভাস্কর্যকে অপসারণের দাবি করছে। এক সময় তারা এদেশ থেকে সমস্ত ভাস্কর্য অপসারণের দাবি করবে। পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা হয়েছে সে পরিবর্তন আমাদের দুঃখ দেয়। তিনি বলেন, আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক। অধ্যাপক শহিদুল ইসলাম সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পাঠ্যপুস্তকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, হেফাজতের সমর্থন পাওয়ার জন্য সরকার শিক্ষায় ধর্মীয়করণ করেছে। এ সময় তিনি মনুষত্যের ধর্ম শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার আহ্বান জানান। অধ্যাপক মোঃ আজমল হোসেন বলেন, শিক্ষাব্যবস্থা একটি জাতির দিকনির্দেশনা দেয়। সরকার ইচ্ছাকৃতভাবে ধর্মের প্রতি দুর্বল হয়ে অসাম্প্রদায়িকতার কথা মনে রাখে না।
×