ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি সুখকর নয় ॥ মেনন

প্রকাশিত: ০৮:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

বিমান সম্পর্কে  মানুষের  দৃষ্টিভঙ্গি সুখকর নয় ॥  মেনন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমান সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশন (দৃষ্টিভঙ্গি) সুখকর নয়। গণমাধ্যমে যেসব সংবাদ আসে তার অধিকাংশই নেতিবাচক। বাংলাদেশ বিমানের সেবা নিয়ে সবার প্রশ্ন রয়েছে। এই নেতিবাচক প্রশ্নের দায় কেউ এড়াতে পারে না। এই পারসেপশন আমাদের পাল্টাতে হবে। শনিবার রাতে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ বিমান অফিসার্স এ্যাসোসিয়েশন (বোয়া) আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ, পরিচালক (গ্রাহক সেবা ও ক্রয়) আতিক সোবহান, পরিচালক (মার্কেটিং) পরিচালক বেলায়েত হোসেন ও মহাসচিব জাকির হোসেন প্রমুখ। রাশেদ খান মেনন বলেন, মহান মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিমান চালু করেন। সারাবিশ্বে বাংলাদেশকে পরিচিতি করতে তিনি বিমান নিয়ে নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে বাংলাদেশ বিমান অনেক গৌরব অর্জন করেছে। কিন্তু দুঃখজনকভাবে সেই গৌরব এখন নেই। বোয়ার সভাপতি নূরুল ইসলাম ও মহাসচিব জাকির হোসেন বিমানের সেবা বাড়ানোর অঙ্গীকার করেন।
×