ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিএনপি নেতার গলায় আওয়ামী প্রতিনিধি কার্ড!

প্রকাশিত: ০৮:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে বিএনপি নেতার গলায় আওয়ামী প্রতিনিধি কার্ড!

স্টাফ রিপোর্টার কক্সবাজার ॥ মৌলবাদী গোষ্ঠীর কিছু ক্যাডার কৌশলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনে প্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্নসহ বিভিন্ন নাশকতা সৃষ্টি করে চলেছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। ইতোপূর্বে জয় বাংলা সেøাগান দিয়ে ঝটিকা মিছিল করে কক্সবাজারে বহু দোকানপাট ও গাড়ি ভাঙচুর করেছে শিবির এবং যুবদলের ক্যাডাররা। তেমনি শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে এক প্রভাবশালী বিএনপি নেতার গলায় ‘প্রতিনিধি কার্ড’ ঝুলানো এবং তাকে সভার অগ্রভাগের আসনে বসা দেখে দলীয় নেতা-কর্মীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপি নেতার গলায় আওয়ামী লীগের প্রতিনিধি কার্ড ঝুলানো অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেটে পড়েন। অথচ স্থানীয় আওয়ামী লীগের বহু ত্যাগী নেতাকর্মী উক্ত প্রতিনিধি সম্মেলনের কার্ড পান নি বলে জানা গেছে। এক সময় সাবেক প্রতিমন্ত্রীর আস্থাভাজন হিসেবে আজু নামে বিএনপি এই নেতা আওয়ামী লীগ নেতাকর্মীদের বহু নির্যাতন ও হয়রানি করেছে। সেই বিএনপি নেতা আজু মেম্বারের গলায় কার্ড ঝুলানো দেখে প্রতিনিধি সভায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জানা গেছে, কার্ড পেয়ে মহাখুশিতে প্রতিনিধি সভায় গলায় কার্ড ঝুলিয়ে সামনের সারিতে উপস্থিত ছিলেন এ বিএনপি নেতা। তার পাশে বসা ছিলেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দনুর ও চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন। বিএনপি নেতা আজু মেম্বার বলেন, কই আমিতো প্রতিনিধি সভায় যাইনি। কার্ড পাওয়ার প্রশ্নই আসে না।
×