ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেজাল খাবার তৈরি ও বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: ০৮:০০, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ভেজাল খাবার তৈরি ও বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আর্মড পুলিশ ব্যাটালিয়ন রাজধানীতে ভেজাল খাবার তৈরি ও বিক্রির দায়ে জরিমানা করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছে ৪টি ফার্মেসি, ১টি বেকারি ও ১টি রেস্টুরেন্ট। এসব প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুুরে পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে বিক্রয় করায় ১৯, বকশীবাজারের “পেনাং রেস্টুরেন্ট”-এর ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিলকে ৫০ হাজার টাকা, চানখাঁরপুলের ৩/১, নবাব কাটারার “মেসার্স বি বাড়ীয়া বেকারি এ্যান্ড কনফেকশনারি” এর ব্যবস্থাপক মোঃ শাহআলমকে ২৫ হাজার টাকা এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় “শাহজালাল ফার্মেসি” এর ব্যবস্থাপক সন্মেষ আচার্য্যকে ৫ হাজার টাকা, জনতা ফার্মেসির স্থাপক মোঃ রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা,অপু এন্টারপ্রাইজের পাপন রঞ্জন চৌধুরীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওষুধের মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ ব্যতীত ওষুধ বিক্রয় করায় “খান জাহান আলী ফার্মেসির ব্যবস্থাপক মোঃ জাকির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
×