ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনে চালু হচ্ছে পাবনা ঢালারচর রেললাইন

প্রকাশিত: ০৫:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

জুনে চালু হচ্ছে পাবনা ঢালারচর রেললাইন

ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন প্রকার ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী ও চাষীদের উৎপাদিত সবজি নিয়ে সমস্যায় পড়ার দিন শেষ হতে চলেছে। চলতি বছরের জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী, পাবনা ঢালারচর রেললাইনের পাবনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকার ট্রেন চালানো হবে। শনিবার সকালে দ্রুতগতিতে এগিয়ে চলা নির্মাণাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে আসা রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও উৎসুক চাষীরা দাশুড়িয়া স্টেশন এলাকায় অবস্থান কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্মাণাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইন প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন। -স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী
×