ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালবাসা দিবসকে সামনে রেখে বাহারি পোশাক ফ্যাশন হাউসে

প্রকাশিত: ০৫:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ভালবাসা দিবসকে সামনে রেখে বাহারি পোশাক ফ্যাশন হাউসে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে সামনে রেখে নগরে চলছে নানা প্রস্তুতি। উৎসবের রঙকে আরও একটু চড়িয়ে দিতেই তরুণ-তরুণীসহ উৎসব প্রিয় মানুষ কিনছেন পোশাক-আশাক ও অন্যান্য অনুষঙ্গ। ক্রেতাদের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে হলুদ-কমলাসহ নানা রং ও ডিজাইনের বাহারি পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। জমে উঠেছে ফুলের ব্যবসাও। প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের হাতছানি। বসন্তের রং, রূপ ও বৈচিত্র্যের ছোঁয়া পেতে অপেক্ষায় নাগরিক জীবন। প্রকৃতির সঙ্গে মিলে বিশেষ দিনে সব বয়সী মানুষও চায় নিজেকে সাজাতে। পলাশ-শিমুলের রাঙা দোলের সঙ্গে থাকতে হয় বাহারি পোশাকও। বরাবরের মতোই এবারের পোশাকেও প্রাধান্য হলুদ, কমলাসহ উজ্জ্বল রং। শুধু নিজেকে নিয়ে নয়, কেউ কেউ প্রিয়জনের জন্যও কিনছেন শাড়ি পাঞ্জাবি। একই সঙ্গে পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে সামনে রেখে আধুনিকতা ও দেশীয় ঐতিহ্যর মিশেলে পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো।
×