ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ব্যাংকের চেক ঋণের জামানত হিসাবে না নেয়ার পরামর্শ

প্রকাশিত: ০৫:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ব্যাংকের চেক ঋণের জামানত হিসাবে না নেয়ার পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সুদহার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গ্রাহক মেয়াদপূর্তির আগে ঋণ পরিশোধ করতে চাইলে ‘আর্লি সেটেলমেন্ট ফি’ বা অতিরিক্ত কোন অর্থ আদায় করা যাবে না। রবিবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এ্যান্ড কাস্টমার্স সার্ভিস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, যেসব মেয়াদি ঋণের সুদহার (ইসলামী ব্যাংকের পরিভাষায় বিনিয়োগের ওপর মুনাফার হার) পরিবর্তনশীল সে ক্ষেত্রে সুদ বা মুনাফার হার বৃদ্ধি করতে হলে তার যৌক্তিকতা তুলে ধরে গ্রাহককে এক মাস সময় দিয়ে নোটিশ দিতে হবে। নোটিশের সঙ্গে গ্রাহককে হালনাগাদ দায়সহ নতুন পরিশোধসূচি সরবরাহ করতে হবে। সুদ বা মুনাফার হার বৃদ্ধির কারণে গ্রাহক যদি এক মাসের মধ্যে ঋণ বা বিনিয়োগের অর্থ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান, তবে ‘আর্লি সেটেলমেন্ট ফি’ বা অতিরিক্ত কোন ফি আদায় ব্যতীত পরিশোধের সুযোগ পাবেন। চলতি ঋণ বা ডিমান্ড লোনেও অতিরিক্ত কোন অর্থ আদায় করা যাবে না। পরিপত্রে আরও বলা হয়েছে, মেয়াদি ঋণের কিস্তি পরিশোধে বিলম্বের জন্য বিলম্ব ফি বা দ সুদ বা ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সেসব গ্রাহক প্রকৃতই অসুবিধায় আছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বীয় নীতিমালার আলোকে তা নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে প্রতারণা ও জাল-জালিয়াতি বৃদ্ধি পাওয়ায় ঋণ বা বিনিয়োগের বিপরীতে ফাঁকা এমআইসিআর চেক জামানত হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
×