ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেতিবাচক সংবাদ পরিহারের আহ্বান ড. আলমগীরের

কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে ঋণ বাড়াবে ফার্মার্স ব্যাংক

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে ঋণ বাড়াবে ফার্মার্স ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দি ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ব্যাংকের বর্তমান অবস্থাকে দূরে সরিয়ে গত বছরের সেপ্টেম্বরের তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করা হয়েছে দুটি সংবাদমাধ্যমে। যা কোন গণমাধ্যমের কাছে কাম্য নয়। তিনি বলেন, সত্য, দায়িত্বপূর্ণ, সুসংবাদের বিকল্প নেই। আমরা জনগণের আমানত নিয়েই কাজ করছি। ফলে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে এর বিরূপ প্রভাব পড়ে ব্যাংকিং খাতে। তিনি জানান, প্রকল্পের সম্পূর্ণ ঋণ বিতরণের চেষ্টা করছি। কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে আমাদের ভূমিকা অগ্রগণ্য। আমরা এসব খাতে আরও বেশি পরিমাণে ঋণ বিতরণ করব। রবিবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীম, হেড অব বিজনেস ও এসইভিপি গাজী সালাহউদ্দিন এবং কোম্পানি সচিব ও এসভিপি সৈয়দ আবু নাসের। অডিট কমিটির চেয়ারম্যান বলেন, গণ্যমাধ্যমে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় আমানতকারী ও ব্যাংকের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ২৭৭ কোটি টাকা খেলাপি ঋণ দেখানো হয়। তিন মাসে খেলাপি ঋণ কমে আসে ১৭১ কোটি টাকায়। তারপরও পুরনো তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অসত্য তথ্যের ওপর ভিত্তি করে নেতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে ব্যাংকের বিরুদ্ধে অবিচার করা হয়েছে বলে তিনি জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সার্বিক তথ্য তুলে ধরার দাবি জানান তিনি। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, ২০১৬ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩ কোটি টাকা। আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে। গত বছর শেষে ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৩ কোটি টাকা। তিনি বলেন, ঋণ বিতরণে সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালন করছে কর্তৃপক্ষ। তিনি আরও জানান, গত বছর ব্যাংকের পরিচালনগত মুনাফা অর্জিত হয়েছে ৯২ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের তুলনায় বেড়েছে ৪৩ শতাংশ। ২০১৬ সালে ব্যাংকের আমদানি কিছুটা কমলেও রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৩২২ কোটি টাকা। এদিকে ২০১৫ সালে ফার্মার্স ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে ১৪ কোটি ৫০ লাখ টাকা। গত বছর ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে পেয়ে রেমিটেন্স আসার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৫ লাখ টাকা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০১৬ সাল শেষে ফার্মার্স ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫২টি। আগের বছরের তুলনায় শাখার প্রবৃদ্ধি বেড়েছে ৩৬ দশমিক ৪৮ শতাংশ। তিনি জানান, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটিতে জনবলের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ জনে।
×