ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় শিংয়ের ছাগল

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

সবচেয়ে বড় শিংয়ের ছাগল

একটি পোষা ছাগলের শিং আর কতটুকু লম্বা হতে পারে? কয়েক ইঞ্চি তাই না? তবে এই খবর শুনলে অনেকেই ভিরমি খেয়ে যেতে পারেন। খবর হলো অস্ট্রিয়ায় এমন এক ছাগলের খোঁজ মিলেছে যেটির শিংয়ের দৈর্ঘ্য পাক্কা ৪ ফুট। ৫৩ দশমিক ২৩ ইঞ্চি লম্বা শিং ওয়ালা এই ছাগলের নাম রাসপুতিন। ওয়ালিসার জাতের কালো গলার এই ছাগলের নাম সম্প্রতি গিনেজ বুকে উঠেছে। এটির বর্তমান বয়স ৮ বছর। ছাগলটির মালিকের নাম মার্টিন পার্কার। তিনি বলেন, ছাগলটির বয়স যখন পাঁচ বছর পূর্ণ হয় তখন থেকেই আমি এটির শিংয়ের দৈর্ঘ্য মাপতে থাকি। তবে এই তিন বছরে এটির শিং সর্বোচ্চ বেড়েছে। তিনি বলেন, রাসপুতিন অত্যন্ত শান্ত স্বভাবের ছাগল। অনেক বড় শিং থাকলেও এটি আজ পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমি রাসপুতিনের জন্য গর্ববোধ করি। -গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডস অবলম্বনে।
×