ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে পানি সম্পদমন্ত্রী

সারাদেশে ৫ হাজার কিমি বাঁধ সংস্কার, সাড়ে ৭ হাজার খাল পুনর্খনন করা হবে

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

সারাদেশে ৫ হাজার  কিমি বাঁধ সংস্কার, সাড়ে ৭ হাজার খাল পুনর্খনন করা হবে

সংসদ রিপোর্টার ॥ পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংসদে জানিয়েছেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ এবং সেচ ও কৃষিকাজে পানি সরবরাহের লক্ষ্যে সারাদেশে ৭ হাজার ৬২০ কিলোমিটার খাল পুনর্খনন এবং ৪ হাজার ৮১৫ কিলোমিটার বাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘বাঁধ পুনর্বাসন এবং নদী-খাল পুনর্খনন’ শীর্ষক একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে পানি সম্পদমন্ত্রী আরও জানান, খাল খনন বা পুনর্খনন প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে জমা রয়েছে। পরিকল্পনা কমিশনের সম্ভাব্যতা পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রস্তাবিত ডিপিপিটি অনুমোদিত হলে মাঠ পর্যায়ের সার্বিক অবস্থা বিবেচনা করে বরাদ্দ দেয়া হবে। জাসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণœ রাখা সম্ভব হবে। জলাধারের পানি প্রকল্প এলাকায় সারা বছর সেচ, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবিদ্যুত উৎপাদন, নৌ-পরিবহন, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং প্রকল্প এলাকায় প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহৃত হবে।
×