ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৬ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৯৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৩ কোটি ২৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৯১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, আরএকে সিরামিক, আরএসআরএম স্টিল, আইডিএলসি, সেন্ট্রাল ফার্মা, আল আরাফাহ ব্যাংক ও ডরিন পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এমারেল্ড ওয়েল, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, রিপাবলিক, আইসিবি ২য় এনআরবি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, এইচআর টেক্সটাইল ও বারাকা পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, এ্যাপোলো ইস্পাত, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো, আরএকে সিরামিক, এসিআই ফর্মূলেশন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ন হাউজিং ও ইসলামী ব্যাংক।
×